• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য ভারতীয় ব্রিগেড তৈরি

এশিয়া কাপ ক্রিকেট

প্রতিনিধিত্বমূলক চিত্র

এশিয়া মহাদেশের সব ক্রিকেট প্রেমীরা রবিবার ভারত ও পাকিস্তানের জন্য অপেক্ষায় রয়েছে। এই দুই প্রতিবেশী দেশ যখনই ক্রিকেট ক্রিকেট মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করে, তখন উন্মাদনার পারদ কোথায় গিয়ে থমকে দাঁড়াবে, কেউই আঁচ করতে পারেন না। অবশ্য শুধু ক্রিকেটেই নয়, যে কোনও ইভেন্টেই এই দুই দেশকে দেখতে পেলেই প্রত্যেকেই অপেক্ষায় থাকেন খেলার ফলাফল কী হবে? ক্রিকেট যুদ্ধে অবশ্য আলাদা শিহরণ থাকে। খেলার প্রথম বল থেকেই উচ্চমার্গে শুরু হয়ে যায় প্রতিদ্বন্দ্বিতা। এই ক্রিকেট যুদ্ধে কে জয়লাভ করবে, তা নিয়ে গ্যালারি মুখর হয়ে ওঠে। সেই কারণেই দুই দলের খেলোয়াড়রাও উত্তপ্ত হয়ে ওঠেন একে অপরের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুঁড়ে দেবার জন্য।

ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব থেকে শুরু করে শুভমন গিল, অভিষেক শর্মা, যশপ্রীত বুমরা ও শিবম দুবেরা অত্যন্ত সচেতন এই লড়াইকে সামনে রেখে। তাঁদের একটাই লক্ষ্য ম্যাচ ছিনিয়ে নেওয়া পাকিস্তানের কাছ থেকে। তবে ঠিক, পাকিস্তান খুব সহজেই ভারতের বিরুদ্ধে লড়াই থেকে দূরে থাকবে না। তাই শাহিন শাহ আফ্রিদি ও হ্যারিস রউফরা তৈরি রয়েছেন ভারতকে চাপে ফেলার জন্য। গত ম্যাচে ভারত খুব সহজেই সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়ে দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে। আত্মবিশ্বাসে ভরপুর ভারতীয় তরুণ ব্রিগেড পাকিস্তানকে কোনও জায়গা না দেওয়ার জন্য শপথ নিয়েছেন। ক্রিকেটের পরিভাষায় বলা হয় মাঠেই একে অপরকে জবাব দিতে হয়। এটা মনে রাখতে হবে, এশিয়া কাপ ক্রিকেট ভারতীয় দলের কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ। সেই কারণে শুধু নিজেদের ঝালিয়ে নেওয়া নয়, পাকিস্তানের মতো দলকে পরখ করে নেওয়া।

Advertisement

ভারতীয় দলের বোলাররা এই মুহূর্তে যে কোনও দেশের সঙ্গে শুধু চ্যালেঞ্জ নয়, কীভাবে ম্যাচ ছিনিয়ে নেয়ো যায়, তা জানেন। কুলদীপ যাদব থেকে শুরু করে, বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলরা পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য নিজেদের ঝালিয়ে নিয়েছেন শুক্রবার অনুশীলনের মধ্য দিয়ে। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচটা খুব যে সহজ হবে, তা নয়। দুই দলের কাছেই বেশ কঠিন তা বলতে দ্বিধা নেই। পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার এই মুহূর্তে অনেকের নজর কেড়ে নিয়েছেন। তাই ভারত ও পাক দ্বৈরথের মধ্য দিয়েই নিজেদের পরিচয়টাকে আরও পাকা করে নেওয়ার পথ খুঁজবেন খেলোয়াড়রা। পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘার বলেছেন, ওমানের বিরুদ্ধে খেলার পরেই ভারতের বিরুদ্ধে নামতে হবে। মাত্র একদিনের ব্যবধানে একটা বড় ম্যাচে মুখোমুখি হওয়াটা বেশ চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। পাকিস্তান দল এই মুহূর্তে বেশ চনমনে। আবার ভারতীয় দলও ছন্দে রয়েছে। পাকিস্তান দলের কোচ মাইক হেসনের মন্তব্য, এই মুহূর্তে সেরা স্পিনারদের মধ্যে অন্যতম মহম্মদ নওয়াজ। আমাদের দলে পাঁচজন স্পিনার আছেন। তাঁরা যে কোনও সময় দলে বড় হাতিয়ার হয়ে মাঠে নামেন। সতর্ক থাকতে হবে, ভারতীয় দলের ব্যাটসম্যানরা যাতে কোনওভাবেই বড় রানের অঙ্ক না করতে পারেন।

Advertisement

অন্যদিকে, ভারতীয় দলের বোলার কুলদীপ যাদব এই মুহূর্তে দুরন্ত ভূমিকা পালন করছেন। গত ম্যাচে তিনি পাঁচটি উইকেট তুলে নিয়েছিলেন। সংযুক্ত আরব আমিরশাহি দলকে ভূপতিত করে দিয়েছিলেন এই কুলদীপ যাদব। বিশ্বমানের বোলার হিসেবে কুলদীপ সবার নজর কেড়ে নিয়েছিলেন। কুলদীপ কখনওই হালকা চালে কোনও ম্যাচ খেলেন না। প্রতিটি ম্যাচই তাঁর কাছে মরণ-বাঁচন লড়াই বলে চিহ্নিত করেন। কোন দল শক্তিশালী বা কোন দল দুর্বল, তা নিয়ে কখনওই চিন্তা করেন না। বিপক্ষ দলের বিরুদ্ধে লড়াই করে দেশের জয়কে তুলে ধরাটাই কুলদীপের শপথ।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের সব ক্রিকেটারকে ব্রঙ্কো পরীক্ষা দিতে হলো। আবার ভারত ও পাকিস্তানের মহারণ ঘিরে শিবসেনা আক্রমণ করল বিসিসিআই’কে। তাদের অভিমত বোর্ড দেশের স্বার্থকে উপেক্ষা করে অর্থের লোভে পাকিস্তানের সঙ্গে খেলা চালিয়ে যাচ্ছে। প্রাক্তন ক্রিকেটার ও রাজ্যের মন্ত্রী মনোজ তিওয়ারি বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়ে অন্য ভাবনা করা উচিত
ছিল বিসিসিআইয়ের।

Advertisement