ঐতিহাসিক লালকেল্লা চত্বর থেকে খোয়া যাওয়া দেড় কোটি টাকার সোনার কলস চুরির ঘটনায় অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তদন্ত চালিয়ে উত্তরপ্রদেশের হাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে ভূষণ বর্মা নামক এক যুবককে। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের বিরুদ্ধে আগেও একাধিক চুরি ও অপরাধের অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩ সেপ্টেম্বর লালকেল্লায় জৈন সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান চলাকালীনই পরিকল্পিতভাবে চুরি করেন ভূষণ। নিজে জৈন না হওয়া সত্ত্বেও তিনি ঐতিহ্যবাহী সাদা ধুতি ও কুর্তা পরে ভক্তদের ভিড়ে মিশে যান। এরপর সুযোগ বুঝে প্রায় দেড় কোটি টাকার দু’টি সোনার কলস, একটি হিরে, পান্না ও চুনি খচিত সোনার নারকেল (ওজন প্রায় ৭৬০ গ্রাম) এবং আরও একটি ১১৫ গ্রাম ওজনের রত্নখচিত সোনার কলস চুরি করেন।
Advertisement
চুরি যাওয়া এই সমস্ত মূল্যবান সামগ্রী ছিল সুধীর জৈন নামে এক বিশিষ্ট ব্যবসায়ীর ব্যক্তিগত সংগ্রহের অংশ। ২৮ আগস্ট থেকে শুরু হওয়া দশদিনব্যাপী ‘দশলক্ষণ মহাপর্ব’ উপলক্ষে তিনি প্রতিদিন এই সোনার পাত্র ও সামগ্রী সঙ্গে করে নিয়ে আসতেন, যা জৈন ধর্মীয় আচার-অনুষ্ঠানে ব্যবহৃত হত। তদন্তকারী অফিসারদের দাবি, ভূষণ অত্যন্ত কৌশলীভাবে ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী কাজটি সম্পন্ন করেছিলেন।
Advertisement
সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তাঁর গতিবিধি চিহ্নিত করা হয়, যার ভিত্তিতে হাপুর থেকে ভূষণকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতকে দিল্লিতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রী আদালতের নির্দেশ অনুযায়ী প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে।
Advertisement



