রাজধানীর ঐতিহাসিক লালকেল্লা চত্বর থেকে চুরি হয়ে গেল কোটি টাকার সোনার কলসি। জৈন সম্প্রদায়ের ১০ দিনব্যাপী ধর্মীয় উৎসব চলাকালীন ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা। হিরে, চুনী ও পান্নাখচিত সেই সোনার কলসির দাম এক কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে। সঙ্গে চুরি হয়েছে সোনার নারকেল ও আরও কিছু মূল্যবান গয়না। ঘটনায় তোলপাড় উৎসব কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসনের মধ্যে।
পুলিশ সূত্রে খবর, বুধবার ঘটেছে এই চুরির ঘটনা। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে অভিযুক্তের ছবি। দেখা গিয়েছে, তিনি সাদা পোশাক পরে অতিথিদের ভিড়ে মিশে যান এবং ভিড়ের সুযোগ নিয়েই অভিযুক্ত চম্পট দেন মূল্যবান কলসি-সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে।
Advertisement
উৎসব কমিটির পক্ষ থেকে পুলিশের কাছে দাবি করা হয়েছে, চুরি যাওয়া সামগ্রীর মোট মূল্য দেড় কোটি টাকারও বেশি। দিল্লি পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে চিহ্নিত করার চেষ্টা করছে। সূত্রের খবর, ওই ভিডিওর ভিত্তিতেই দফায় দফায় তল্লাশি চালানো হচ্ছে।
Advertisement
জানা গিয়েছে, উৎসব উপলক্ষে এক ব্যবসায়ী প্রতিদিন ওই সোনার কলসিতে করে মূল্যবান সামগ্রী আনতেন। অনুষ্ঠানের আয়োজকরা যখন অতিথি আপ্যায়নে ব্যস্ত ছিলেন, সেই সময়েই এই চুরি হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে প্রায় ৭৬০ গ্রাম ওজনের সোনার নারকেলও।
পুলিশ প্রশাসনের দাবি, অভিযুক্তকে শীঘ্রই গ্রেপ্তার করা সম্ভব হবে। তবে ঐতিহাসিক লালকেল্লার মতো সুরক্ষিত এলাকায় এমন ঘটনা ঘটায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
Advertisement



