• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবারের পুজো মাতাবে ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’

পুজোয় মুক্তি পাবে উইন্ডোজ প্রযোজিত ছবি ‘রক্তবীজ ২’। ছবির গান ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ ইতিমধ্যেই ভাইরাল। এই গানের নেপথ্যের কারিগর শিলাজিৎ মজুমদার ও শ্রেষ্ঠা দাসের কথা শুনলেন সুস্মিতা বর্মন।

প্রশ্ন: গত বছর ‘ডাকাতিয়া বাঁশি’ সকলের মনে লুট করে নিয়েছিল। এবার ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ নিয়ে কতটা আশাবাদী তোমরা?

শিলাজিৎ: গত বছর শ্রেষ্ঠা ডাকাতি করেছিল। আর এই বছর শ্রেষ্ঠা ওর সেই ক্ষমতা আরও বাড়িয়েছে। এখন আরও আগ্রাসী। এখনও অবধি অর্ডার ছাড়া বর্ডার ক্রস নিয়ে যা উত্তেজনা তৈরি হয়েছে তাতে আমার মনে হচ্ছে শ্রেষ্ঠা নিজের অর্ডার ছাড়া ওর বর্ডার ক্রস করতে দেবে না।

Advertisement

প্রশ্ন: গান তৈরীর নেপথ্যেও একটা গল্প থাকে। এই গান তৈরি হল কিভাবে?

Advertisement

শিলাজিৎ: অর্ডার ছাড়া বর্ডার ক্রস গানটা তৈরীর সময় আমার মাথায় ছিল খুব সাদামাটা সহজ গান হতে হবে। এবং অবশ্যই ছবির চিত্রনাট্যর সঙ্গে মানানসই হতে হবে। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চলের একটা অনুষ্ঠান। যেখানে একটা গান হবে, হৈ-হুল্লোড় থাকবে, সেই আমেজটা ফুটিয়ে তুলতে হবে। এই জিনিসটা মাথায় গেঁথে নিয়েছিলাম। খুব যে লিরিক্যালি আমরা এটা নিয়ে ভেবেছি তেমন নয়। বিরাট কোনও ভাবনাও ছিল না। প্রথমে এই গানটা নিয়ে জিনিয়ার সঙ্গে বহু আলোচনা হয়েছে। চিত্রনাট্যটা যেহেতু জিনিয়া লিখেছে তাই ও অনেক বেশি এর সঙ্গে সম্পৃক্ত। তাই গানের কথাগুলো জিনিয়ার লেখা। আমি মূলত হুক লাইন গুলো দিয়েছি। সবকিছু মিলিয়ে এই গান দর্শকদের এত পছন্দ হচ্ছে সেটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।

প্রশ্ন: এই গানের জন্য শ্রেষ্ঠাকে বাছার কারণ কী?

শিলাজিৎ: আমার মনে হয়েছিল এই অর্ডার ছাড়া বর্ডার ক্রস গানটার জন্য একটা অন্য ধরনের ভয়েস দরকার। মানে এই গানটাকে ক্যারি করতে পারাও কিন্তু বিশাল বড় ব্যাপার। আর আমার মনে হয় চেষ্টা সেটা করতে পেরেছে। শ্রেষ্ঠার গলায় একটা রক এলিমেন্ট আছে। যেটা এই গানের জন্য জরুরি ছিল।

প্রশ্ন: গত বছর ‘ডাকাতিয়া বাঁশি’ এর এত সাফল্য, তারপর এবছর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ সবটা মিলিয়ে শ্রেষ্ঠার কনফিডেন্স কতটা বাড়ল?

শ্রেষ্ঠা: এই সাক্ষাৎকারের সময় শিলা দা আমার পাশে বসে যেটা বললেন, “আমার গলার মধ্যে একটা রক এলিমেন্ট আছে।” এটা শোনার পরে আমার আর কী বলার থাকতে পারে! আমি পুরো ক্লিন বোল্ড (হাসি)। ছোট থেকে আমরা সবাই কোনও একজনকে দেখে অনুপ্রাণিত হই। শিলা দা আমার কাছে ছিল ইন্সপিরেশন। আমি অনেক কিছু শিখেছি শিলা দা’র কাছ থেকে। একটা ভয়েস কিভাবে ব্যবহার করা যায় এবং ইন্সট্রুমেন্টের সঙ্গে মিউজিক্যালি কিভাবে আরও সুন্দর করা যায় সেটা শিলা দাকে দেখে শিখেছি। একটা সময় শিলাদা আমাকে চিনত না। আর এখন আমি শিলা দা’র কম্পোজিশনে গান করছি। এটা বিরাট বড় পাওনা। সর্বোপরি উইন্ডোজ প্রোডাকশন হাউস। উইন্ডোজ এখন আমার কাছে লাইক অ্যা ফ্যামিলি।

প্রশ্ন: শ্রেষ্ঠা সঙ্গীতের সঙ্গে অনেকদিন ধরেই যুক্ত। কিন্তু, ডাকাতিয়া বাঁশির পর জনতা জানতে পেরেছে শ্রেষ্ঠার প্রতিভা। জনপ্রিয়তা কতটা বাড়ল?

শ্রেষ্ঠা: এটা একদমই সত্যি। আমি অনেক দিন ধরেই গানের জগতের সঙ্গে যুক্ত। কিন্তু, বহুরূপীর ‘ডাকাতিয়া বাঁশি’ আমাকে বিপুল জনপ্রিয়তা দিয়েছে। গত বছর বহুরূপীতে আমি তিনটে গান গেয়েছিলাম। এ বছর ‘রক্তবীজ ২’ তে আমার দুটো গান রয়েছে।

প্রশ্ন: গত বছর বহুরূপীতে ডাকাতিয়া বাঁশি গানে ফিচার ছিল কৌশানী এবং এ বছর ‘অর্ডার ছাড়া বর্ডার ক্রস’ গানে নুসরত…

শিলাজিৎ: …ও তাই! আমার তো মনে হচ্ছে শ্রেষ্ঠার জনপ্রিয়তা বাড়ছে। এরপর পরের গানে হয়ত ওকেই ফিচার করা হবে (হাসি)।

Advertisement