মাঝআকাশে পাখির ধাক্কায় থমকে গেল কলকাতাগামী একটি যাত্রীবাহী বিমান। মঙ্গলবার সকালে নাগপুর থেকে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নম্বর ৬ই ৮১২-এর সঙ্গে এই ঘটনা ঘটে। বিমানে থাকা ২৭২ জন যাত্রীকে নিয়ে নিরাপদেই পুনরায় নাগপুর বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।
সূত্রের খবর, সকাল ৭টা নাগাদ বিমানটি নাগপুর বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে উড়ে যায়। তবে আকাশে ওড়ার কিছু সময়ের মধ্যেই বিমানের নাকের অংশে একটি পাখির ধাক্কা লাগে বলে সন্দেহ করা হচ্ছে। এর ফলে বিমানের সামনের অংশে সামান্য ক্ষতি হয়। তৎক্ষণাৎ যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে পাইলট বিমানটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
Advertisement
নাগপুর বিমানবন্দরের সিনিয়র এয়ারপোর্ট ডিরেক্টর আবিদ রুহি জানান, পাখির ধাক্কা লাগার সম্ভাবনা রয়েছে, তবে সঠিক কারণ ও ক্ষতির মাত্রা খতিয়ে দেখা হচ্ছে। বিমানে যাত্রীদের কেউ আহত হননি বলেই জানা গিয়েছে।
Advertisement
এই ঘটনার আগে সোমবারও সমস্যার সম্মুখীন হয় আর একটি বিমান। পুনে থেকে দিল্লিগামী স্পাইসজেটের একটি বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায়, মাঝআকাশ থেকেই সেটিকে পুনেতে ফিরিয়ে আনা হয়। জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে। পরে স্পাইসজেটের পক্ষ থেকে জানানো হয়, সকল যাত্রী নিরাপদেই অবতরণ করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে, গত মাসেও পাটনা বিমানবন্দর থেকে ছাড়ার পর একটি ইন্ডিগো বিমানে পাখির ধাক্কার ঘটনা ঘটে। সেক্ষেত্রেও কোনও বড়সড় দুর্ঘটনা না ঘটলেও, বিমানটি ফিরে আসে পাটনায় এবং যাত্রীদের বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়।
বারবার এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বিমানবন্দরের পারিপার্শ্বিক এলাকায় পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার প্রশ্ন তুলে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের পরিস্থিতি এড়াতে বিমানবন্দরের আশপাশের এলাকাগুলিতে আরও কড়া নজরদারি ও নিয়মিত পাখি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কতটা কার্যকর পদক্ষেপ করছে, এখন সেটাই মূল প্রশ্ন।
Advertisement



