• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘ডিজিটাল অ্যারেস্ট’ করে ছ’দিনে ১.২৯ কোটি টাকা প্রতারণা

অভিযোগ, ছ’দিন ধরে তাঁকে কার্যত ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখে প্রতারকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে।

প্রতীকী চিত্র

সাইবার প্রতারণার ফাঁদে পড়ে অবসরপ্রাপ্ত এক মার্চেন্ট নেভি অফিসার ১ কোটি ২৯ লক্ষ টাকা খুইয়েছেন। অভিযোগ, ছ’দিন ধরে তাঁকে কার্যত ‘ডিজিটাল অ্যারেস্ট’ করে রাখে প্রতারকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের লখনউয়ে। পুলিশ সূত্রে খবর, প্রতারিত ওই ব্যক্তির নাম হরদেব সিং। সম্প্রতি একটি অচেনা নম্বর থেকে তাঁর ফোনে একটি কল আসে। অভিযোগ, ফোনের অপর প্রান্ত থেকে এক ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর অফিসার পরিচয় দিয়ে বলেন, ‘হরদেব সিংহের বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে।’

এর পর থেকেই শুরু হয় হুমকি দেওয়ার বিষয়টি। ভয়ে গুটিয়ে পড়েন হরদেব সিং। প্রতারকেরা ফোন হ্যাক করে তাঁর ওপর নজরদারি চালাতে শুরু করে এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বৃদ্ধ জানান, এই সময়ে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত একাধিক তথ্য চেয়ে নেয় প্রতারকেরা। ধাপে ধাপে তাঁর কাছ থেকে মোট ১.২৯ কোটি টাকা বিভিন্ন অ্যাকাউন্টে পাঠাতে বাধ্য করা হয়। ঘটনার সময় হরদেব সিংহের ছেলে বাড়িতে ফিরলে পুরো বিষয়টি জানাতে পারেন তিনি। ছেলেও প্রতারকদের সঙ্গে কথা বলার পরে বিষয়টি বুঝতে না পেরে আরও কিছু টাকা পাঠান। পরে হুমকির ধরন দেখে সন্দেহ হওয়ায় পুলিশের দ্বারস্থ হন তাঁরা।

Advertisement

লখনউ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। সাইবার সেলের সহায়তায় প্রতারকদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই ঘটনায় ফের একবার প্রমাণ হল, পরিচয় গোপন রেখে ফোন বা মেসেজের মাধ্যমে ভয় দেখিয়ে প্রতারণার ঘটনা কীভাবে সাধারণ মানুষকে বড়সড় আর্থিক ক্ষতির মুখে ফেলতে পারে। পুলিশ সাধারণ নাগরিকদের এই ধরনের সন্দেহজনক ফোন কলের বিষয়ে সতর্ক থাকার আবেদন জানিয়েছে।

Advertisement

Advertisement