• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এবার হাজির ‘জি বাংলা সোনার‘

নতুন চ্যানেলে একঝাঁক ফিকশন এবং নন-ফিকশন শো শুরু হয়েছে। কলাকুশলী এবং ইউনিটের সদস্যরা এদিনের অনুষ্ঠানে সিরিয়ালগুলি নিয়ে তাঁদের বক্তব্য রাখেন।

বাংলার দর্শকদের মনোরঞ্জন করতে এবার হাজির জি এন্টারটেনমেন্টের নতুন চ্যানেল ‘জি বাংলা সোনার’। সম্প্রতি শহরের এক পাঁচতারা হোটেলে এই চ্যানেলের নতুন কয়েকটি শোয়ের লঞ্চ হল। বাংলা সিরিয়ালের জগতে এই চ্যানেল ভবিষ্যতে বড় জায়গা তৈরি করতে চলেছে বলেই মনে করছেন অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, অঙ্কুশ হাজরার মতো জনপ্রিয় অভিনেতারা। এছাড়াও ছিলেন এই চ্যানেলের নতুন শোয়ের বেশ কয়েকজন অভিনেতা এবং অভিনেত্রী। তাঁদের মধ্যে বিশ্বনাথ বসু, ঋষি কৌশিক, ইন্দ্রাশিস রায়, বিক্রম চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা সেন, মিমি দত্ত প্রমুখ।

নতুন চ্যানেলে একঝাঁক ফিকশন এবং নন-ফিকশন শো শুরু হয়েছে। কলাকুশলী এবং ইউনিটের সদস্যরা এদিনের অনুষ্ঠানে সিরিয়ালগুলি নিয়ে তাঁদের বক্তব্য রাখেন। এই নতুন চ্যানেলটি আগামী দিনে নানা মনোজ্ঞ অনুষ্ঠান পরিবেশন করে বাংলার দর্শকদের মন মাতাতে চলেছে তার আভাস পাওয়া গিয়েছে। চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ বলেছেন, ‘জি বাংলা গত ২৫ বছর ধরে বাংলার দর্শকদের বিনোদন দিয়ে চলেছে। এবার বাংলার দর্শকদের নতুন নতুন চাহিদার কথা মাথায় রেখে জি বাংলা সোনার চ্যানেলটি লঞ্চ করা হচ্ছে।’

Advertisement

গত ২৪ আগস্ট রবিবার ‘সোনার যাত্রা’ অনুষ্ঠানের মধ্য দিয়ে চ্যানেলটির যাত্রা শুরু হয়েছে। সোমবার থেকে চ্যানেলে বিভিন্ন ফিকশন এবং নন-ফিকশন শো শুরু হয়েছে। নন-ফিকশন শোয়ের মধ্যে ‘বেদিনী জ্যোৎস্নার প্রেম’ অনুষ্ঠানটি প্রতি সোমবার থেকে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সম্প্রচারিত হবে। এছাড়াও, সোমবার থেকে শনিবার রাত ৮টায় সম্প্রচারিত হবে ‘শ্রীমান ভগবান দাস’। এরপরই রাত সাড়ে ৮টায় শুরু হবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বেঙ্গল। এই অনুষ্ঠানের মূল গল্প অপরাধ জগতকে কেন্দ্র করে। নন-ফিকশন শো হিসেবে সকাল সাড়ে ৮টায় সম্প্রচার হবে ‘সোনার সকাল’।

Advertisement

এই অনুষ্ঠান সঞ্চালনা করবেন অদিতি মুন্সি। এছাড়াও বুধবার থেকে শুক্রবার পর্যন্ত রাত ৯টা থেকে সম্প্রচারিত হবে গানের অনুষ্ঠান ‘সোনার জলসাঘর’। এছাড়াও আরও রকমারি রঙবেরঙের অনুষ্ঠান থাকছে এই চ্যানেলে। — ইন্দ্রাণী চক্রবর্তী

Advertisement