• facebook
  • twitter
Friday, 5 December, 2025

সরকারি অফিসে ইঞ্জিনিয়ারকে জুতোপেটা, যোগীরাজ্যে অভিযুক্ত বিজেপি কর্মী

সরকারি অফিসে ঢুকে বিদ্যুৎ দপ্তরের এক ইঞ্জিনিয়ারকে প্রকাশ্যে জুতোপেটা করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে।

সরকারি অফিসে ঢুকে বিদ্যুৎ দপ্তরের ইঞ্জিনিয়ারকে প্রকাশ্যে জুতোপেটা করার অভিযোগ উঠল এক বিজেপি কর্মীর বিরুদ্ধে। দলিত হওয়ায় ইঞ্জিনিয়ারকে লক্ষ্য করে এই হামলা বলে দাবি করেছেন অনেকে। শনিবার উত্তর প্রদেশের বালিয়ায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। অভিযুক্ত বিজেপি কর্মী মুন্না বাহাদুরের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

ঘটনাটি ঘটেছে বালিয়ার বিদ্যুৎ দপ্তরে। অভিযোগ, গ্রামের বিদ্যুৎ বিভ্রাটের অভিযোগ নিয়ে দুপুরে সদলবলে দপ্তরে হাজির হন মুন্না বাহাদুর। সেখানে উপস্থিত ছিলেন সুপারিটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার লাল সিং। তাঁর অভিযোগ, অভিযোগ জানানো নয়, বরং সরাসরি গালিগালাজ শুরু করেন মুন্না বাহাদুর এবং কিছুক্ষণের মধ্যেই জুতো খুলে তাঁকে মারধর করেন।

Advertisement

লাল সিং বলেন, ‘২০-২৫ জনকে নিয়ে অফিসে ঢুকে পড়ে তাঁরা। আমাকে প্রশ্ন না করেই মারধর শুরু করে। মাথায় জুতো দিয়ে মারা হয়। অফিসের গুরুত্বপূর্ণ নথিও ছিঁড়ে ফেলে তারা।’ অন্যদিকে, পাল্টা অভিযোগ এনেছেন মুন্না বাহাদুরও। তাঁর দাবি, ‘ভদ্রভাবে বিদ্যুতের সমস্যা জানাতে গিয়েছিলাম। কিন্তু ইঞ্জিনিয়ারই প্রথমে গালিগালাজ করেন এবং পরে ধারালো অস্ত্র নিয়ে আমাদের দিকে তেড়ে আসেন।’

Advertisement

ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তর প্রদেশ রাজ্য বিদ্যুৎ পরিষদ। দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে সংগঠন। সরকারি অফিসে এভাবে কর্মীকে হেনস্তার ঘটনায় প্রশাসনিক শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, কিছুদিন আগে ওড়িশার ভুবনেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন-এর এক কর্তা ব্যক্তিকে অফিস থেকে টেনে নিয়ে গিয়ে মারধরের ঘটনা ঘটে। এসব ঘটনার পুনরাবৃত্তি সরকারি কর্মচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

Advertisement