• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ইস্ট ওয়েস্ট মেট্রোর জেরে ছয় বছরেও বৌবাজারে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না মেলায় আক্ষেপ মেয়রের

নতুন মেট্রো রুট চালু হলে তাঁদের ফাটল ধরা বাড়ি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সেজন্য আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা, অথচ কোনও বিকল্প ব্যবস্থা নেই।

প্রতিনিধিত্বমূলক চিত্র

শহরের বুকে একের পর এক নতুন মেট্রো পরিষেবা চালু হলেও এখনও অন্ধকারেই রয়েছে বৌবাজারের দুর্গা পিতুরি লেন ও স্যাকরাপাড়া লেনের ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ। ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরুর ছয় বছর পেরিয়ে গেলেও পুনর্বাসনের কোনও সুরাহা হয়নি, আর তা নিয়েই আক্ষেপের সুর শোনা গেল মেয়র ফিরহাদ হাকিমের গলায়।

শুক্রবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে বিষয়টি নিয়ে সরব হন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে। জবাবে মেয়র জানান, কেএমআরসিএল অর্থাৎ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডকে পুনর্বাসনের নকশা জমা দিতে একাধিকবার অনুরোধ করা হয়েছিল। মেয়রের অভিযোগ, “২৩টি নকশা জমা দিয়েছে তারা, পুরসভার পক্ষ থেকে সেগুলি অনুমোদনও করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি”।

Advertisement

স্থানীয় বাসিন্দাদের দাবি, নতুন মেট্রো রুট চালু হলে তাঁদের ফাটল ধরা বাড়ি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। সেজন্য আতঙ্কে দিন কাটাচ্ছেন তাঁরা, অথচ কোনও বিকল্প ব্যবস্থা নেই।

Advertisement

মেয়র আরও জানিয়েছেন, মেট্রো রুট চালু হওয়ার পর অন্তত দশ বছর পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায় কেএমআরসিএলকেই বহন করতে হবে, এ কথা পুরসভার তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে। তবে তাতেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একটাই দাবি— অবিলম্বে নিরাপদ পুনর্বাসন।

প্রসঙ্গত, শহরের যাতায়াতে মেট্রো পরিষেবা যেমন গতি এনেছে, তেমনই এই প্রকল্পের জেরে বিপর্যস্ত মানুষের দুর্দশা যে এখনও কাটেনি, মেয়রের বক্তব্যে ফের তা প্রমাণ করল।

Advertisement