• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘রাজনৈতিক দলগুলি কী করছে?’— বিহারের ভোটার তালিকা ইস্যুতে তোপ সুপ্রিম কোর্টের

কমিশনের পাল্টা প্রশ্ন, 'তালিকায় গলদ থাকলে লিখিত অভিযোগ কোথায়?' সেই প্রশ্নকেই এবার আরও স্পষ্টভাবে তুলে ধরল শীর্ষ আদালত।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিহারের বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলিকেই নতুন করে তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে বাদ যাওয়া প্রায় ৬৫ লক্ষ নাম প্রকাশ্যে আসার পরও বৈধ ভোটারদের শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় রাজ্যের ১২টি রাজনৈতিক দলই শীর্ষ আদালতের তোপের মুখে পড়েছে।

শুক্রবার এসআইআর সংক্রান্ত এক মামলার শুনানিতে আদালত সরাসরি প্রশ্ন তোলে, ‘এত বুথ লেভেল এজেন্ট থাকার পরও রাজনৈতিক দলগুলি করছে টা কী? নাগরিকদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে নাকি? ভোটারদের পাশে দাঁড়ানোই তো রাজনৈতিক দলগুলির কাজ।’ আদালতের নির্দেশ, বাদ পড়া বৈধ ভোটারদের খুঁজে বের করতে এখনই সক্রিয় হোক দলগুলি এবং প্রয়োজনীয় নথি দিয়ে তাদের ভোটার তালিকায় ফিরিয়ে আনতে সহায়তা করুক।

Advertisement

বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই বাদ যাওয়া ৬৫ লক্ষ নাম নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। বিরোধীদের অভিযোগ, বাদ যাওয়া ভোটারদের বড় অংশই বৈধ। শুরুতে নির্বাচন কমিশন এই বাদ যাওয়া ভোটারদের পৃথক তালিকা প্রকাশ করেনি। পরে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই তালিকা প্রকাশ করা হলেও রাজনৈতিক দলগুলি সক্রিয়ভাবে অভিযোগ দায়ের করেনি।

Advertisement

নির্বাচন কমিশনের দাবি, এসআইআর প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ এবং রাজনৈতিক দলগুলির অংশগ্রহণেই তালিকা তৈরি করা হয়েছে। কমিশনের পাল্টা প্রশ্ন, ‘তালিকায় গলদ থাকলে লিখিত অভিযোগ কোথায়?’ সেই প্রশ্নকেই এবার আরও স্পষ্টভাবে তুলে ধরল শীর্ষ আদালত।

Advertisement