বহুরূপ ছবির পোস্টার লঞ্চে খেল দেখিয়েছিলেন সোহম চক্রবর্তী। তারপর টিজার লঞ্চ হয়েছে। এবার প্রকাশ্যে এল বহুরূপ ছবির ট্রেলার। ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছক্কা হাঁকিয়েছেন সোহম। শহরে একের পর এক খুন, খুনী একজন বহুরুপ। সোহমের অনবদ্য লুক দেখে তাজ্জব সকলেই। এই ছবিতে মোট ৭টি লুকে ধরা দেবেন তিনি। সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিতে সোহমের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। ছবি নিয়ে ইতিমধ্যেই একটা হাইপ তৈরি হয়েছে।
এই ছবি নিয়ে খেটেছেন অভিনেতা। সোহম জানালেন, এই ছবির জন্য হোমওয়ার্ক প্রপার করতে হয়েছে। নইলে এই এত শেডে কাজ করা সম্ভব ছিল না। টিমের সাহায্য ছাড়া এই কাজ সম্ভব ছিল না। স্ক্রিপ্ট হাতে পাওয়ার পর থেকেই মাজা ঘষা চলছে। এছাড়াও ছবিতে ইধিকার সঙ্গে কাজ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, ‘এই ছবিতে ইধিকার অনেক শেড। ও ভীষণ ভালো অভিনেত্রী একসঙ্গে কাজ করে ভালো লেগেছে।
ছবি মুক্তি পাবে আগামী ২৯ তারিখ। ছবি মুক্তির আগে দর্শকদের কাছে সোহমের আবেদন, ‘হলে গিয়ে ছবি দেখুন। সোশ্যাল মিডিয়ায় স্পয়লার বা কারোর থেকে শুনে বিচার করবেব না। ছবি দেখে ভালো লাগলেই আমার ভালো লাগবে। খারাপ লাগলে সেই দায় মাথা পেতে নেব।’
Advertisement
এস বি ফিল্মস এন্ড এন্টারটেনমেন্ট এবং রুক্মিণী ফিল্ম এন্ড এন্টারটেইনমেন্টের ছবি বহুরূপ। আকাশ মালাকারের পরিচালনায় এই ছবিটির প্রযোজক চন্দনকান্তি সরকার এবং সুশান্ত বিশ্বাস। সিনেমায় সোহম এবং ইধিকা ছাড়া অভিনয় করবেন লোকনাথ দে, কমলেশ্বর মুখোপাধ্যায় এবং দেবলীনা দত্ত। আর কয়েকটা দিন। তারপর দেখার পালা মানুষ সোহমের এই ছবিকে কতটা পছন্দ করল।
Advertisement
Advertisement



