• facebook
  • twitter
Friday, 5 December, 2025

১২ ও ২৮ শতাংশ জিএসটি স্ল্যাব বাতিলে কেন্দ্রের প্রস্তাবে গোমের সায়

উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্নাও রাজস্ব ক্ষতি নিয়ে মন্তব্য করেন, 'কেন্দ্রের উপস্থাপনায় ক্ষতির সঠিক হিসাব দেওয়া হয়নি।

প্রতিনিধিত্বমূলক চিত্র

পণ্য ও পরিষেবা কর বা জিএসটি কাঠামোয় বড় পরিবর্তনের পথে কেন্দ্র। বৃহস্পতিবার বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানান, রাজ্যগুলির মন্ত্রীদের নিয়ে গঠিত গ্রুপ অফ মিনিস্টার্স বা ‘গোম’ জিএসটির ১২ ও ২৮ শতাংশ করের স্ল্যাব বাতিলের প্রস্তাবে কেন্দ্রকে সমর্থন জানিয়েছে।

তিনি আরও বলেন, ‘কেন্দ্রের দুটি প্রস্তাব — ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব তুলে দেওয়ার পক্ষে সমর্থন করেছি আমরা। সব রাজ্যই আলোচনায় অংশ নিয়েছে এবং প্রস্তাব দিয়েছে। কয়েকটি রাজ্যের কিছু পর্যবেক্ষণ ছিল, যা জিএসটি কাউন্সিলের কাছে পাঠানো হবে। সে ব্যাপারে কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

Advertisement

তবে ক্ষতিকর এবং অতিবিলাসী পণ্যের জন্য পৃথক বন্দোবস্ত করা হচ্ছে। এইসব পণ্যের জন্য সরকার সর্বোচ্চ ৪০ শতাংশ কর নেবে বলে ঠিক করেছে। সেই তালিকায় থাকতে পারে মদ, সিগারেট, বিলাসবহুল গাড়ি প্রভৃতি। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে ছয় সদস্যের মন্ত্রিগোষ্ঠীর বৈঠক ছিল। তাতে জিএসটি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিগোষ্ঠীতে ছিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও। জিএসটি সংস্কারের এই প্রস্তাবের পর জিএসটি কাউন্সিলে যাবে। আগামী সেপ্টেম্বরে জিএসটি কাউন্সিলের বৈঠকের সম্ভাবনা রয়েছে।

Advertisement

যদিও এই বৈঠকের পর পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, ‘সব রাজ্যই সাধারণ মানুষের পাশে আছে। কিন্তু রাজস্ব ক্ষতি হলে সেই চাপ শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে। তাই আমরা জানতে চাইছি, এই ক্ষতির ক্ষতিপূরণ কীভাবে করা হবে।’ তিনি আরও যোগ করেন, ‘এই হার কমানোর ফলে রাজস্ব ক্ষতি কতটা হবে, তা এখনও জানানো হয়নি। জিএসটি কাউন্সিলে আলোচনার সময় বিষয়টি স্পষ্ট হবে।’

উত্তরপ্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্নাও রাজস্ব ক্ষতি নিয়ে মন্তব্য করেন, ‘কেন্দ্রের উপস্থাপনায় ক্ষতির সঠিক হিসাব দেওয়া হয়নি। তবে আমাদের বক্তব্য, এই পরিবর্তনে যাতে সাধারণ মানুষ লাভবান হয়, সেটাই মুখ্য।’

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের স্বাধীনতা দিবসের ভাষণে বর্তমান জিএসটি কাঠামো পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমানে জিএসটির স্ল্যাবগুলি হল ৫, ১২, ১৮ এবং ২৮ শতাংশ। কিন্তু ১২ ও ২৮ শতাংশ স্ল্যাব তুলে দেওয়ার পদক্ষেপকে অনেকেই কর কাঠামোকে সহজ ও স্বচ্ছ করার প্রচেষ্টা হিসেবে দেখছেন।

এখন এই প্রস্তাবটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জিএসটি কাউন্সিলে পাঠানো হবে। রাজ্যগুলির মতামত ও সুপারিশ খতিয়ে দেখে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে জিএসটি কাউন্সিল।

Advertisement