• facebook
  • twitter
Saturday, 31 January, 2026

মেসির সঙ্গে জুটি বেঁধে অবসর নিতে চান সুয়ারেজ

ইন্টার মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেজের চুক্তি শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ক্লাব কর্মকর্তারা কথা বলেছেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি ও উরুগুয়ের পয়লা নম্বর ফুটবলার লুই সুয়ারেজের সঙ্গে বন্ধুত্ব কেমন সবাই জানে। বন্ধুত্ব এমন জায়গায় পৌঁছে গিয়েছে যা নিয়ে অনেক গল্প ও কাহিনি রয়েছে। তাই উরুগুয়ের প্রাক্তন অধিনায়ক সুয়ারেজ শুধু মাঠেই বন্ধুত্ব গড়ে তোলেননি, মাঠের বাইরেও তাঁদের বন্ধুত্ব এতো নিবিড় তা ভাবা যায় না। একটা পারিবারিক সম্পর্ক দুই পরিবারের সঙ্গে রয়েছে।

লিওনেল মেসিকে মাঠে রেখে সুয়ারেজ অবসর নিতে চান না। তাই দেখতে পাওয়া গিয়েছে অনুশীলন থেকে ম্যাচে পাশাপাশি দু’জন রয়েছেন। তাই ফুটবলের বাইরে অবসর যাপন করেন। একই সঙ্গে দুই পরিবার বেড়াতে বেরিয়ে যায়। দিনে দিনে তাঁদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়ে উঠেছে। এই মুহূর্তে ইন্টার মায়ামির হয়ে খেলছেন দু’জনেই। সুয়ারেজ বলেছেন ফুটবল জীবন শেষ করব যখন মেসিও খেলা থেকে অবসর নেবেন। দু’জনেরই যথেষ্ট বয়স হয়েছে। আমরা ভালো ভাবেই বুজে নিতে পারব কখন অবসর নেওয়ার সময়টা সঠিক হবে। এ ব্যাপারে দু’জনের সঙ্গে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে।

Advertisement

ইন্টার মায়ামির সঙ্গে মেসি ও সুয়ারেজের চুক্তি শেষ হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। মেসির সঙ্গে নতুন চুক্তি নিয়ে ক্লাব কর্মকর্তারা কথা বলেছেন। কিন্তু সুয়ারেজের সঙ্গে এখনও কোনও কথা হয়নি। তাই উরুগুয়ের তারকা ফুটবলার সুয়ারেজের ব্যাপারে কি ভবিষ্যৎ তা জানা যায়নি। শারীরিক দিক দিয়ে সুয়ারেজ পুরোপুরি ফিট রয়েছেন। ইচ্ছে করলে ক্লাব চুক্তির নবীকরণ করলেও করতে পারে। এখন অপেক্ষা মেসির সঙ্গে অবসর নেওয়ার ইচ্ছা থাকলেও সুয়ারেজের পাখির চোখ ইন্টার মায়ামিকে চ্যাম্পিয়ন করা।

Advertisement

ফুটবল জীবনের শেষ বেলায় যখন লিওনেল মেসি মাঠে আলো ছড়াচ্ছেন, তখন বন্ধু সুয়ারেজও সেই আলোয় উজ্জ্বল হয়ে উঠছেন। মেসির পাশ থেকে গোল করছেন সুয়ারেজ। আবার কখনও সুয়ারেজ বড় বাড়িয়ে দিচ্ছেন মেসিকে। সেই বল টেনে নিয়ে গোল করছেন মেসি। দুই বন্ধু মাঠে থাকলেই দল সফল তা বুঝতে পেরেছেন ইন্টার মায়ামির কর্মকর্তারাও। হয়তো সেই কারণেই ৩৮ বছর বয়সী সুয়ারেজ বলেছেন, এই সময় আমাকেও আরও ভালো খেলতে হবে মেসির পাশে।

Advertisement