ঝাড়খণ্ডে ফের নিরাপত্তাবাহিনীর গুলিতে মৃত্যু মাওবাদী নেতার। মৃত মাওবাদী নেতার খোঁজে দীর্ঘদিন ধরে চলছিল তল্লাশি। এজন্য তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ১৫ লক্ষ টাকা। অবশেষে মঙ্গলবার গভীর রাতে গুমলা জেলায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। বুধবার এই তথ্য প্রকাশ করেছে গুমলা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। নিহত মাওবাদী নেতার নাম মার্টিন কেরকেটা। তিনি পিএলএফআই-এর এরিয়া কমান্ডার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর আসে, কয়েক জন মাওবাদী উপরটোলি এলাকায় আত্মগোপন করে আছেন। এর পরই নিরাপত্তা বাহিনী তড়িঘড়ি একটি বিশেষ দল গঠন করে মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ তল্লাশি অভিযান শুরু করে। তখন নিরাপত্তা বাহিনীর এই বিশেষ টিম গুমলা জেলার কামদারা থানার অন্তর্গত চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। তখনই কয়েকজন মাওবাদী নেতার সঙ্গে পুলিশের গুলি বিনিময় শুরু হয়। ঘটনাচক্রে ওই মাওবাদী নেতা তখন সেখানেই ছিলেন। তিনি নিপত্তাবাহিনীর গুলিতে নিহত হন।
Advertisement
গুমলার পুলিশ সুপার (এসপি) হ্যারিস বিন জামান একটি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘নিরাপত্তা বাহিনী চাঙ্গাবাদি উপরটোলিতে পৌঁছনোর সঙ্গে সঙ্গে মাওবাদীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। তখন পাল্টা গুলি চালান নিরাপত্তা বাহিনীর সদস্যরাও। তাতেই পিএলএফআই-এর এরিয়া কমান্ডার মার্টিন কেরকেটা নিহত হন।’
Advertisement
Advertisement



