• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বাংলা ভাষার জন্য যে কোনও লড়াইয়ে প্রস্তুত: প্রসেনজিৎ

দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস।

দেশজুড়ে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা ও বাংলা ভাষার উপর সন্ত্রাসের অভিযোগ তুলে প্রতিবাদে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেস। এর প্রতিবাদে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর পাশে দাঁড়িয়ে ভাষা রক্ষার জন্য লড়াই করার ডাক দিয়েছেন অভিনেতা প্রজেনজিৎ চট্টোপাধ্যায়।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে প্রজেনজিৎ বলেন, ‘ভাষা নিয়ে অনেক কথা হচ্ছে। মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছেন। তাঁর পাশে আছি। আমি বলতে পারি, বাংলা ভাষা ছিল, আছে, থাকবে। তার জন্য যে কোনও লড়াই করতে আমরা প্রস্তুত।’

Advertisement

ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থার পাশাপাশি বাংলা ভাষাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে দাগিয়ে দেওয়ায় বিতর্ক শুরু হয়েছে। এর বিরুদ্ধে সরব হয়েছেন সঙ্গীত শিল্পী রূপম ইসলাম। তিনি সমাজমাধ্যমে একটি পোস্ট করে লেখেন, ‘এটা কী হচ্ছে? বাংলা ভাষা কি দেশের ২২টা ভাষার একটি নয়? কেন বাংলা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে? এটা অত্যন্ত মূর্খামির পরিচয়। ধিক্কার!’ রূপমের পাশাপাশি কবীর সুমনও এই নিয়ে সুর চড়িয়েছেন। তিনি পশ্চিমবঙ্গের সব স্কুলে বাংলা ভাষা আবশ্যিক করার পক্ষে সওয়াল করেছেন।

Advertisement

উল্লেখ্য, দিল্লি, রাজস্থান, ওড়িশা, মহারাষ্ট্র, ছত্তীশগড় সহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষায় কথা বলায় রাজ্যের একাধিক শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে হেনস্থার অভিযোগ উঠেছে। এই নিয়ে শোরগোল পড়েছে। পাশাপাশি দিল্লি পুলিশের একটি চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় বিতর্ক তৈরি হয়েছে। বাংলা ভাষাকে ইচ্ছাকৃতভাবে অপমান করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস। এই আবহে বাংলা ভাষার জন্য লড়াইয়ের ডাক দিয়েছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।

সম্প্রতি বাংলা ভাষা সংক্রান্ত বিষয়ে বিতর্কে জড়িয়েছিলেন প্রসেনজিৎ। বলিউডের কলাকুশলীদের সঙ্গে একটি ছবি করেছিলেন তিনি। সেই ছবির প্রচারে একটি প্রেস মিটে এক সাংবাদিক তাঁকে বাংলায় প্রশ্ন করেন। কেন ওই সাংবাদিক বাংলায় কথা বলছেন তা নিয়ে প্রশ্ন করেন প্রসেনজিৎ। যদিও সেই মুহূর্তে প্রসেনজিৎকে থামিয়ে অভিনেতা রাজকুমার রাও ওই সাংবাদিককে বাংলায় প্রশ্ন করার জন্য উৎসাহ দেন।

তারপর বাংলায় করা প্রশ্ন অনুবাদও করে দেন রাজকুমার। এই ভিডিওটি ছড়িয়ে পড়তেই প্রসেনজিতের বিরুদ্ধে সরব হন নেটিজেনরা। যদিও পরে তিনি ক্ষমা চেয়ে নেন। এই আবহে বাংলা ভাষাকে রক্ষার জন্য যে কোনও লড়াই করতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন প্রসেনজিৎ।

Advertisement