• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘ফাইভ স্টার স্ক্যাম’ রুখতে রাজ্য পুলিশের প্রচার 

এবার সাইবার জালিয়াতদের টার্গেট অনলাইনে হোটেল বুকিং করতে আসা গ্রাহকরা। এই স্ক্যামকে 'অনলাইন ফাইভ স্টার স্ক্যাম' বলেছে পুলিশ।

পুজোর আর বেশিদিন বাকি নাই। পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে অনেকেরই। ট্রেনের টিকিট বুকিংয়ের পাশাপশি অগ্রিম হোটেল বুকিং-ও করে রাখছেন বহু মানুষ। তবে অনলাইনে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে আর্থিক জালিয়াতির পরবর্তী শিকার আপনি নন তো? সম্প্রতি রাজ্য পুলিশ এই বিষয়েই সতর্ক করে জানিয়েছেন, ফের সক্রিয় হয়ে উঠেছে সাইবার জালিয়াতরা। এবার তাদের টার্গেট অনলাইনে হোটেল বুকিং করতে আসা গ্রাহকরা। এই স্ক্যামকে ‘অনলাইন ফাইভ স্টার স্ক্যাম’ বলেছে পুলিশ।

রাজ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরে অথবা বিদেশেও বিভিন্ন জায়গায় হোটেল বুকিং করতে এবার অধিক সতর্ক থাকতে হবে। কারণ সাইবার জালিয়াতদের এবার টার্গেট হোটেল বুকিং করতে আসা গ্রাহকরা। ইন্টারনেটে সার্চ করে অনেক গ্রাহকই ভুয়ো হোটেল ওয়েবসাইটে প্রবেশ করে হোটেল বুক করছেন। এর ফলে এক ধাক্কায় অনেকখানি টাকা খোয়া যাচ্ছে তাঁদের। সাইবার জালিয়াতরা ভুয়ো ওয়েবসাইটে খুলে প্রতারণার ফাঁদ পাতছে। গ্রাহকরা যে মুহূর্তে ভুয়ো ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে কল করছেন, তখনই তাঁরা জালিয়াতির শিকার হচ্ছেন।

Advertisement

অনেক সময় সোশাল মিডিয়ার সূত্র ধরেও জালিয়াতরা নিজেদের টার্গেট বেছে নেন। তাঁরা নিজে থেকেই পর্যটকদের ফোন করে নানারকমের অফার, ছাড় ইত্যাদির টোপ দেন। ওই পর্যটক কোনওভাবে রাজি হয়ে গেলে তাঁকে পাঠানো হয় কিউআর কোড। সেই কোড স্ক্যান করলেই ওটিপি যায় ফোনে। সব তথ্য তাঁদের শেয়ার করলেই অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে যায় সব টাকা। তাই পুজোর আগেই সোশাল মিডিয়ায় ‘ফাইভ স্টার স্ক্যাম’ রুখতে প্রচার চালাচ্ছে রাজ্য পুলিশ।

Advertisement

Advertisement