নিপাট লুক, কপালে ছোট্ট টিপ, কানে ইয়া বড় হেডফোন। প্রকাশ্যে এসেছে বেলা দে-র পোস্টার। তারপর থেকেই ঋতুপর্ণার পরবর্তী ছবি নিয়ে শোরগোল পড়েছে। একাধারে ‘রেডিয়ো উপস্থাপক’ এবং লেখিকা হিসাবে বেলা দে-র চরিত্রে পর্দায় আসছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্যে পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়। আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলা দে-র জীবনীচিত্র তৈরি করেছেন তিনি। প্রযোজনার দায়িত্বে ‘গ্রে মাইন্ড কমিউনিকেশন’। আগামী ২৯ আগস্ট মুক্তি পাবে এই ছবি।
পরিচালক জানিয়েছেন, খাবারের প্রতি তাঁর অপার টান। আর বাঙালির বাড়িতে বেলা দে-র রান্নার বই থাকেই। সেই থেকেই তাঁকে জানা শুরু। আকাশবাণীর কর্মী এবং লেখিকা বেলা দে-র জীবনের গল্পকেই এই ছবিতে তুলে ধরেছেন তিনি। দেশভাগের সময় বেলার উত্থানের কাহিনি পর্দায় উঠে আসবে। এই চরিত্রে কেন ঋতুপর্ণাকে বেছে নিলেন পরিচালক? অনিলাভ বললেন, ‘ঋতুপর্ণা এই ইন্ডাস্ট্রির শক্তিশালী অভিনেত্রী। মনে হয়েছিল ওর থেকে ভালো বেলা দে-র চরিত্র আর কেউ পর্দায় ফুটিয়ে তুলতে পারবে না।’
Advertisement
এই বছরটা ঋতুপর্ণার জন্যও স্পেশ্যাল। ‘পুরাতন’ থেকে শুরু করে ‘ম্যাডাম সেনগুপ্ত’, ‘গুডবাই মাউন্টেন’, সর্বোপরি ২৫ বছর পর ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’। তারপর বেলা দে-র মতো চরিত্র। আপাতত ছবি মুক্তির অপেক্ষায় সিনেপ্রেমীরা।
Advertisement
Advertisement



