শনিবারের পর ফের রবিবার। জোরালো ভূমিকম্প রাশিয়ায়। এদিন ৬.৭ মাত্রায় ভূকম্পনে কেঁপে উঠলো পূর্ব রাশিয়ার কুরিল দ্বীপপুঞ্জ। প্রসঙ্গত, শনিবার ওই একই এলাকায় ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার (৬.২ মাইল) নীচে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের রিপোর্ট থেকে জানা গেছে, এদিন বেলার দিকে রাশিয়ার পূর্বের কুরিল দ্বীপপুঞ্জে ৬.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর নতুন করে সুনামির সতর্কতা জারি করা হয়নি।
অন্যদিকে রবিবারই আবার প্রায় ৬০০ বছর পরে জেগে উঠেছে কামচাটকার ক্রাশেনিন্নিকোভ আগ্নেয়গিরি। রাশিয়ার সংবাদমাধ্যম আরআইএ এবং বিজ্ঞানীদের একাংশের ধারণা, পর পর ভূমিকম্পের জেরেই জেগে উঠেছে এই আগ্নেয়গিরি। যার জেরে পার্শ্ববর্তী দ্বীপগুলিতে জারি করা হয়েছে সতর্কতা। প্রসঙ্গত, গত বুধবার রাশিয়ার পূর্বে কামচাটকা উপদ্বীপ জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে। শক্তিশালী এই ভূমিকম্পের ফলে আছড়ে পড়ে সুনামিও। রাশিয়ার পাশাপাশি জাপানের হোক্কাইডো উপকূলবর্তী এলাকাতেও সুনামি আছড়ে পড়ে।
Advertisement
উল্লেখ্য, এদিন ভূমিকম্পের পর প্রথম কম্পনের মাত্রা ৬.৩৫ মনে করা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা ইউএসজিএসের রিপোর্ট হিসেবে জানা যায়, আসলে কম্পনের মাত্রা ছিল ৬.৭।
Advertisement
ইউএসজিএস-এর তথ্য বলছে, এখনও পর্যন্ত পূর্ব রাশিয়ার বিস্তীর্ণ এলাকায় ১২৫টিরও বেশি ভূকম্প পরবর্তী কম্পন (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে তিনটি কম্পনের মাত্রা ছিল ৬.০ বা তার বেশি। এগুলির মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিল ৬.৯ মাত্রার এবং সবচেয়ে কম শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৪.৪।
Advertisement



