অ্যাক্সিয়ম-৪ মিশন সম্পূর্ণ করে সদ্য পৃথিবীতে ফিরেছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। সেই ঘটনার কিছুদিনের মধ্যেই ‘নাসা’ এবং ‘ইসরো’-র যৌথ উদ্যোগে তৈরি ‘নিসার’ কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হচ্ছে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে। এই ‘নিসার’ কৃত্রিম উপগ্রহটিকে, বুধবার, বিকেল সাড়ে ৫ টা নাগাদ জিএসএলভি-এমকে২ রকেটের মাধ্যমে মহাকাশে উৎক্ষেপণ ক্ষেপণ করা হবে।
‘নিসার’-এর উৎক্ষেপণের কাউন্টডাউন শুরু হয়েছে গত ২৯ জুলাই ২টো ১০ মিনিট থেকে। এই মহাকাশ অভিযানের বিভিন্ন পর্বে উপগ্রহটির উৎক্ষেপণ, কক্ষপথে উপগ্রহটি স্থাপন এবং অন্যান্য বৈজ্জানিক কার্যপ্রক্রিয়া সম্পন্ন করা হবে। এটি পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি দ্বৈত ফ্রিকোয়েন্সি রেডার অর্থাৎ এস-ব্যান্ড এবং এল-ব্যান্ড ব্যবহার করবে। এই দ্বৈত ফ্রিকোএন্সি রেডার ব্যবহার করে উপগ্রহটি পৃথিবীর বাস্তুতন্ত্র, হিমবাহ, জঙ্গল, পর্বত, প্রাকৃতিক দুর্যোগ- এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে। বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ‘নিসার’ বছরের যে কোনো সময় মহাকাশ থেকে পৃথিবীর উচ্চমানের ছবি তুলতে সক্ষম। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে কৃষি এবং দুর্যোগ নিয়ন্ত্রণ, পৃথিবীর জলবায়ু পরিবর্তন ইত্যাদি পর্যবেক্ষণের ক্ষেত্রে এই উপগ্রহটি বিশেষভাবে কাজে লাগবে।
Advertisement
Advertisement
Advertisement



