• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনার কবলে ২০টি গাড়ি, মৃত ১, আহত অনেকে

শনিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলি থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেনার বোঝাই ট্রাক ব্রেক ফেল করতেই ঘটে এই বিপত্তি।

শনিবার মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একসঙ্গে ২০টি গাড়িকে ধাক্কা দিল একটি ট্রাক। এই ঘটনায় মৃত্যু হয়েছে এক মহিলার। আহত হয়েছেন আরও অনেকে। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকটি ব্রেক ফেল করার ফলে এই দুর্ঘটনা ঘটেছে বলে পুলিশ সূত্রের খবর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে নবি মুম্বইয়ের একটি  বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত ওই মহিলার মৃত্যু হয়েছে।

জানা গিয়েছে, শনিবার মহারাষ্ট্রের রায়গড় জেলার খোপোলি থানা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। একটি কন্টেনার বোঝাই ট্রাক ব্রেক ফেল করতেই ঘটে এই বিপত্তি। এরপর দুরন্ত গতিতে থাকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বইগামী লেনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়িতে পরপর ধাক্কা মারে। কিছু গাড়িকে কার্যত পিষে দিয়ে চলে যায়। এ ভাবে চলন্ত ট্রাকটি প্রায় ২০টি গাড়িতে ধাক্কা মারে। ঘটনার জেরে মৃত্যু হয় এক মহিলার। এছাড়া প্রায় ১৯ থেকে ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে।

Advertisement

Advertisement

Advertisement