ধর্মতলার সভামঞ্চ থেকে বিজেপিকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘দরকার হলে দিল্লিতে গিয়ে আন্দোলন করব। বাংলার মানুষের অপমান সহ্য করব না। আমরা একশোবার বাংলায় কথা বলব। আমরা যত বাংলায় কথা বলব, এঁদের গায়ে জ্বালা। ২১ জুলাই বলে রাখছি, ২৬-এর পর জয় বাংলা বলাব।’
অভিষেক বলেন, ‘এখনও লড়াই অনেক বাকি। তৃণমূলের মতো কর্মী বিজেপিতে নেই, একশো বছরেও তৈরি হবে না। বাংলায় জিততে পারেনি বলে এত গাত্রদাহ বিজেপির। বিজেপি ৫০ পেরোবে না। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না। মানুষের উপর আস্থা রেখে ভবিষ্যতের কথা বলি। মাঠে ময়দানে আমাদের সবাইলে লড়তে হবে। এক ছটাক জমি ছাড়া যাবে না।’
Advertisement
এদিন নতুন স্লোগানও শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, ‘২০২১-এ বলেছিলাম খেলা হবে। এ বার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে। আমরা আত্মসমপর্ণ করব না। দরকার হলে সংসদে আমরা সবাই বাংলায় কথা বলব। বিজেপির কাছে গোদি মিডিয়া, ইডি, সিবিআই, ইসি থাকা সত্ত্বেও বাংলা জিততে পারেনি। কারণ, তৃণমূলের যা কর্মী-সমর্থক আছে, তার একটিও বিজেপিতে নেই।’
Advertisement
Advertisement



