• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মহিষাদলে পুকুরে মিলল ব্যবসায়ীর দেহ

কীভাবে পুকুরে পড়লেন পার্থ বিশ্বাস? দুর্ঘটনা, না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

প্রতীকী ছবি

মহিষাদলের ছোলাবাড়িতে রাজবাড়ির কাছে আয়োজিত রথের মেলায় দোকান দিতে এসে নিখোঁজ হয়ে যান এক ব্যবসায়ী। ঘটনার ২৪ ঘণ্টা পর শনিবার দুপুরে মহিষাদল রাজ কলেজের পাশে পুকুর থেকে উদ্ধার হল তাঁর দেহ। মৃতের নাম পার্থ বিশ্বাস (৩৫)। তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার কোলাবানি গ্রামে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রথ উপলক্ষে আয়োজিত এই মেলায় প্রতিবছর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু ব্যবসায়ী অস্থায়ী দোকান দিতে আসেন। পার্থবাবুও তাঁদের মধ্যেই একজন ছিলেন। শুক্রবার রাতে দোকান বন্ধ করে মেলার কাছেই পুকুরঘাটে বসেছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের সদস্যরা বারবার ফোন করলেও তা অজানাই থেকে যায়।

Advertisement

শনিবার দুপুরে স্থানীয়দের সন্দেহ হলে রাজ কলেজ সংলগ্ন পুকুরে জাল ফেলা হয়। সেখান থেকেই উঠে আসে পার্থর নিথর দেহ। কীভাবে পুকুরে পড়লেন তিনি? দুর্ঘটনা, না কি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মহিষাদল থানার ওসি নারুগোপাল বিশ্বাস জানান, স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর পেয়ে পুলিশ পুকুর থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। এখনও মৃতের পরিবারের তরফে কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি।

Advertisement

Advertisement