• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্বামীকে ফাঁসাতে মেয়েকে খুন, লখনউয়ের ঘটনায় প্রেমিক-সহ গ্রেপ্তার মা

রোশনি পরিকল্পনা করেন, তাঁর প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধার। অভিযোগ, শাহরুখকে অভিযুক্ত করতে নিজের ৬ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন তিনি।

প্রতীকী চিত্র

নিজের স্বামীকে ফাঁসিয়ে দিয়ে প্রেমিকের সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছিলেন লখনউয়ের এক মহিলা। সেই উদ্দেশ্যে নিজের ৬ বছরের মেয়েকে হত্যা করেন তিনি। মেয়েতে হত্যার দায় নিজের স্বামীর উপর চাপাতে চেয়েও শেষরক্ষা হয়নি। খুনের পরে প্রায় দেড়দিন মেয়ের দেহ নিজের ফ্ল্যাটে ফেলে রাখেন। সেই দেহে পচনও ধরে যায়। অভিযুক্ত মহিলা সেই মেয়ের দেহের সামনেই প্রেমিকের সঙ্গে আনন্দ-ফূর্তি করে সময় কাটান বলে অভিযোগ। পুলিশ ওই মহিলা এবং তাঁর প্রেমিককে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, ৮ বছর আগে অভিযুক্ত মহিলা রোশনি খানের সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা শাহরুখ খানের বিয়ে হয়। তাঁর একটি কন্যা সন্তানও হয়। এরপর এক পার্টিতে গিয়ে রোশনির সঙ্গে উদিত জয়সওয়াল নামে এক তরুণের আলাপ হয়। দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে এবং বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি শাহরুখ আলাদা বাড়িতে থাকতেন। রোশনি মেয়েকে নিয়ে আলাদা একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন। এরপরই রোশনি পরিকল্পনা করেন, তাঁর প্রেমিকের সঙ্গে নতুন করে ঘর বাঁধার। অভিযোগ, শাহরুখকে অভিযুক্ত করতে নিজের ৬ বছরের মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। রোশনি চেয়েছিলেন, মেয়েকে হত্যার দায় স্বামীর উপর চাপিয়ে দিতে।

Advertisement

কিন্তু পুলিশ তদন্ত করতেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। অভিযুক্ত ওই মহিলা এবং তাঁর প্রেমিক উদিতকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়। জিজ্ঞাসাবাদের সময় রোশনি পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করলেও ভেঙে পড়েন উদিত। তিনি স্বীকার করে নেন, তাঁরা দু’জনে মিলে ওই নাবালিকাকে হত্যা করেছেন। এও জানা যায় তাঁরা দু’জনেই ওই একই ফ্ল্যাটে থাকতেন।

Advertisement

Advertisement