আড়িয়াদহের মৌসুমী মোড় সংলগ্ন প্রতাপ রুদ্র লেনে অবস্থিত জয়ন্ত সিংয়ের বেআইনি প্রাসাদ ভাঙা নিয়ে তৈরি হল নতুন জটিলতা। হাইকোর্টের নির্দেশে তাঁর পরিবারের সদস্যদের তলব করল কামারহাটি পুরসভা। বৃহস্পতিবার ওই বিতর্কিত বাড়ির গেটে আবারও ঝুলল নোটিশ। পুরসভা সূত্রে জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, ওই বাড়িতে বসবাসকারী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তার ভিত্তিতেই জয়ন্ত সিংয়ের পরিবারের কাছে নোটিশ পাঠিয়ে তাঁদের পুরসভায় হাজিরা দেওয়ার জন্য বলা হয়েছে।’
উল্লেখ্য, কামারহাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে জয়ন্ত সিংয়ের দুটি বাড়ি রয়েছে। একটি তাঁর পৈতৃক সম্পত্তি, যেখানে একটি খাটাল চলছে। অন্যটি জলাশয়ের একাংশ বুঝিয়ে তৈরি একটি প্রাসাদোপম তিনতলা বাড়ি, যা সম্পূর্ণ বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ।পুরসভা সূত্রে দাবি, বছর তিনেক আগে জমি দখল করে রাতারাতি সেখানে নির্মাণকাজ শুরু করেন জয়ন্ত। নির্মাণে কোনও অনুমোদন না থাকায় এক ব্যক্তির দায়ের করা মামলায় হাই কোর্ট নির্দেশ দেয়, চার সপ্তাহের মধ্যে ওই বাড়ি ভেঙে ফেলতে হবে।
Advertisement
তবে আদালতের স্পষ্ট নির্দেশ সত্ত্বেও দীর্ঘ সময় ধরে বাড়িটি ভাঙা হয়নি। পুরসভা জানিয়েছে, পরিকাঠামোগত সমস্যার জন্য সেই নির্দেশ কার্যকর করা সম্ভব হয়নি। এরপর সম্প্রতি কামারহাটি পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়, দ্রুত ওই অবৈধ বাড়ি ভেঙে ফেলা হবে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার পাশ হয়েছে। তবুও এখনও পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়নি জয়ন্ত সিংয়ের ‘দুধ-সাদা’ প্রাসাদ। প্রশাসনিক সূত্রে আশঙ্কা, বেআইনি নির্মাণ নিয়ে টালবাহানাই বাড়ির ভাঙার প্রক্রিয়াকে বারবার পিছিয়ে দিচ্ছে। তবে এবার হাইকোর্টের নির্দেশ মাথায় রেখে দ্রুত পদক্ষেপের বার্তা দিয়েছে পুরসভা।
Advertisement
Advertisement



