• facebook
  • twitter
Friday, 5 December, 2025

স্বপ্নের জয় তুলে নিলেন ভারতের শুভমন গিলরা

পঞ্চম দিনে রবিবার খেলা শুরু হতেই আকাশদীপ ও মহম্মদ সিরাজের সামনে পড়লেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারে ছন্দ হারিয়ে ফেলছিলেন।

জয়ের স্বপ্ন নিয়ে ভারতের অধিনায়ক শুভমন গিলরা দ্বিতীয় টেস্টের শেষ দিনে ইংল্যান্ডের বিপক্ষে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্যে মাঠে নামেন। অবশ্য তার আগে খারাপ আবহাওয়ার জন্যে খেলা শুরু হয় বেশ কিছুক্ষণ বাদে। তার ফলে ১০ ওভার কমিয়ে দেওয়া হবে। তবুও ভারতের সাহসী ক্রিকেটাররা কোনও সময়ের জন্যে অপেক্ষা করেননি। খেলা শুরু হতেই আগ্রাসী ভূমিকা নিয়ে বোলাররা আক্রমণ শানাতে থাকেন। বিশেষ করে আকাশদীপের আক্রমণে সেইভাবে স্বচ্ছন্দ ছিলেন না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত ৩৩৬ রানে ​ইংল‍্যান্ডকে হারিয়ে দ্বিতীয় টেস্টে জয় তুলে নিল ভারত।

গত শনিবার চতুর্থ দিনে ভারতের রণংদেহি খেলা দেখে অনেকেই হতবাক হয়ে গিয়েছিলেন। অধিনায়ক শুভমানের সঙ্গে রবীন্দ্র জাদেজা যেভাবে ব্যাট চালিয়ে খেলছিলেন তার জন্যে কুর্ণিশ করতে হবে। প্রথম ইনিংসে যেমন শুভমন দ্বিশত রান করেছিলেন, তেমনি দ্বিতীয় ইনিংসে শতরান করে প্রতিপক্ষ দলের বোলারদের বুঝিয়ে দিয়েছেন সংগ্রামী ভূমিকা কাকে বলে। আবার প্রথম ইনিংসে জাদেজা অল্পের জন্যে শতরান থেকে বঞ্চিত হন। তেমনি আবার দ্বিতীয় ইনিংসে দুরন্ত ব্যাট করে ৬৯ রানে অপরাজিত থাকলেন। শেষ পর্যন্ত ভারতীয় দল ৬ উইকেটে ৪৬৭ রানে জয়ের লক্ষ্যে দান ছেড়ে দেয়। অধিনায়ক শুভমন গিল বিগ্রেড ৬০৭ রানে থাকে। ইংল্যান্ড দলকে জিততে হলে ৬০৮ রান করতে হবে। এই অবস্থায় বেল স্টোকসরা খেলতে নামেন। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড দল ৩ উইকেট ৭২ রান তোলে। ওই দিন ভারতের দুই বোলার মহম্মদ সিরাজ ও আকাশদীপ আক্রমণ শানাতে থাকেন। ইংল্যান্ডের প্রথম উইকেটটা তুলে নেন মহম্মদ সিরাজ। জ্যাক ক্রসি কোনও রান না করেই প্যাভেলিয়নে ফেরত যান। তারপরে আকাশদীপের দুরন্ত বোলিংয়ে বেন ডাকেট এবং জো রুটের উইকেট ভেঙে যায়। ডাকেট ২০ রানে
এবং রুট ৬ রান করে ড্রেসিং রুমে আশ্রয় নেন।

Advertisement

পঞ্চম দিনে রবিবার খেলা শুরু হতেই আকাশদীপ ও মহম্মদ সিরাজের সামনে পড়লেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা একেবারে ছন্দ হারিয়ে ফেলছিলেন। আকাশদীপ দিনের প্রথম ইউকেটটি তুলে নেন। ওলি পোপকে সরাসরি বোল্ড আউট করেন আকাশদীপ। পোপ আউট হন ২৪ রানে। তখন ইংল্যান্ডের স্কোরবোর্ডে মাত্র ৮০ রান। হ্যারিব্রুক প্রথম ইনিংসে শতরান করলেও, দ্বিতীয় ইনিংসে সেইভাবে দাঁড়াতে পারলেন না। ব্রুককে এলবি ডাবলিউ করলেন আকাশদীপ। ব্রুকের ব্যাট থেকে আসে ২৩ রান। খেলেছেন ৩১টি বল।এই উইকেট জুটিতে অধিনায়ক বেন স্টোকস আর জেমি স্মিথ শক্তহাতে খেলতে থাকেন। দলের রান স্কোর বোর্ডে সমৃদ্ধ করার চেষ্টা করেন। বোলার পরিবর্তন করে অধিনায়ক শুভমন নিয়ে আসেন ওয়াশিংটন সুন্দরকে। মধ্যাহ্ন ভোজের ঠিক আগে বেন স্টোকসকে এলবিডবলিউ করে প্যাভেলিয়নে ফেরত পাঠান ওয়াশিংটন সুন্দর। স্টোকস ৩৩ রান করেন ৭৩টি বল খেলে। মধ্যাহ্ন ভোজের বিরতিতে ইংল্যান্ড দল ৬ উইকেটে ১৫৩ রান করে। তখন জেমি স্মিথ ৩২ রানে ব্যাট করছিলেন।
সেই সময়ে ইংল্যান্ড দল ৪৫৪ রানে পিছিয়ে।

Advertisement

Advertisement