• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

একুশে জুলাইয়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে গরফা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের নেতা কর্মীরা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো একুশে জুলাইয়ের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে গরফা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের নেতা কর্মীরা। ঘটনাটি ঘটেছে আনোয়ার শাহ কানেক্টরের শীতলা মন্দিরের কাছে মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকায়। তৃণমূলের অভিযোগ, বিজেপি ও সিপিএমের দুষ্কৃতীরাই এই কাজ করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ইতিমধ্যেই শহরজুড়ে একুশে জুলাইয়ের পোস্টার, ব্যানার পড়েছে। মণ্ডল ব্রিজ সংলগ্ন এলাকাতেও একাধিক পোস্টার লাগানো হয়েছিল। কিন্তু এ দিন সকালে দেখা যায়, কে বা কারা সেই পোস্টার কেটে, ছিঁড়ে দিয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তৃণমূল কর্মীরা জানতে পারেন, রাত সাড়ে ১২টা নাগাদ কয়েকজন মধ্যবয়স্ক পোস্টার ছিঁড়ে দিয়েছেন। এরপরই গরফা থানার ওসির কাছে ডেপুটেশন দেয় তৃণমূল কংগ্রেস। ১০৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর সহ অন্য তৃণমূল কর্মীরা থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি সিসিটিভি ফুটেজগুলিও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

প্রতি বছরের মতো এ বছরও একুশে জুলাই তারিখে শহিদ দিবস পালন করবে তৃণমূল। ধর্মতলায় আয়োজিত হবে বিরাট সভা। সেখানে বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভার আগে রাজ্যজুড়ে ব্যানার, পোস্টার লাগানো হয়েছে। সেই ব্যানারই ছেঁড়ার অভিযোগ দায়ের হয়েছে গরফা থানায়।

Advertisement

Advertisement