আমাদের জীবন দ্রুত পাল্টাচ্ছে, অপ্রত্যাশিতভাবে ঘটছে নানান পরিবর্তন। একইসঙ্গে জীবনধারণের খরচ বেড়েই চলেছে। শিক্ষা ও স্বাস্থ্যের মতো অত্যাবশ্যক পরিষেবা দিন দিন আরও ব্যয়সাপেক্ষ হয়ে উঠছে। এতে নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলোকে ভবিষ্যতের জন্য আরও বেশি ভেবেচিন্তে এগোতে হচ্ছে। এই অবস্থায় জীবনের নীরব অথচ শক্তিশালী সঙ্গী হয়ে উঠতে পারে জীবন বিমা। এসবিআই লাইফ ইন্সুরেন্সের প্রেসিডেন্ট-বিজনেস স্ট্র্যাটেজি অভিজিৎ গুলানিকার জানালেন, পরিবারের মাথা হিসেবে আর্থিক নিশ্চয়তা প্রদানের ক্ষেত্রে একজন বাবার ভূমিকা ভীষণ গুরত্বপূর্ণ। যেহেতু তিনি নীরবে তাঁর পরিবারের বর্তমান ও ভবিষ্যৎ সুরক্ষিত রাখেন, তাই তাঁর এমন এক সঙ্গী দরকার, যে তাঁর পরিবারকে সুরক্ষা দিতে পারে এবং দীর্ঘমেয়াদি লক্ষ্যগুলোকে পূরণ করতে পারে। জীবন বিমা আর্থিক সুরক্ষার একটা ভিত, যা ব্যক্তিকে এবং পরিবারগুলোকে উন্নতি করার শক্তি জোগায়। একজন বাবার সর্বদা সন্তানের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি পূরণ করার ক্ষেত্রে বিমার থেকে ভালো পছন্দ আর কিছু হতে পারে না।
তিনি আরও জানালেন, পরিবারগুলো যেসব আর্থিক ঝুঁকির মুখোমুখি হয়, সেগুলোর মধ্যে সবচেয়ে পরিচিত ঝুঁকি হল দরকারের চেয়ে কম বিমা থাকা। জীবনের বড় বড় অনিশ্চয়তাগুলোর জন্যে তৈরি থাকলে আপনি এক ধাপ এগিয়ে থাকতে পারবেন এবং পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে পারবেন। এক্ষেত্রে শিক্ষা হোক বা নিজের একটা বাড়ি বা অবসরের চিন্তা, ক্রেডিট প্রোটেকশন পলিসি এই সব চিন্তা থেকে মুক্তি দিতে পারে। এই পলিসি তাড়াতাড়ি শুরু করলে কম প্রিমিয়াম দিতে হয় এবং সেভিংস বা ইনভেস্টমেন্ট প্রোডাক্টগুলোতে কমপাউন্ডিংয়ের জন্য দীর্ঘতর সময় পাওয়া যায়। সত্যিকারের আর্থিক স্বাধীনতা কেবল সম্পদ বৃদ্ধি নয়, আপনার কাছে সবচেয়ে জরুরি তাকে রক্ষা করা।
Advertisement
Advertisement
Advertisement



