• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পাওয়ার পাবলিশার্সের বই প্রকাশ অনুষ্ঠান

সৃজিতা বল তাঁর বইটি সম্পর্কে কিছু কথা বলেন। প্রকাশন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিনাকী ঘোষ ও সঞ্চয়িতা বিশ্বাস।

গত ২০ জুন কলকাতা প্রেস ক্লাবে পাওয়ার পাবলিশার্স এন্ড মোশন পিকচার্স থেকে প্রকাশিত হল নবীন লেখক সৃজিতা বলের একটি ছোট ইংরেজি উপন্যাস ‘অ্যান আনফিনিশড টুমরো’। বইটি প্রকাশিত হল দুই বিখ্যাত কবি ও লেখক সৈয়দ হাসমত জালাল ও জয়ন্ত দে এবং সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা তপশ্রী গুপ্তর হাত দিয়ে। এই বিশিষ্টজনেরা প্রত্যেকে সাহিত্য সম্পর্কে তাঁদের উপলব্ধির কথা বলেন। সেই সঙ্গে একজন নবীন লেখককে কীভাবে এগিয়ে যাওয়া উচিত সে বিষয়েও তাঁরা তাঁদের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেন।

সৃজিতা বল তাঁর বইটি সম্পর্কে কিছু কথা বলেন। প্রকাশন সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিনাকী ঘোষ ও সঞ্চয়িতা বিশ্বাস। দূষণমুক্ত পরিবেশের কথা মাথায় রেখে বিশিষ্ট অতিথিদের চারাগাছ উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সঞ্চয়িতা বিশ্বাস। এদিন একটি বিশেষ ঘটনা সবাইকে খুব চমৎকৃত করে। সৃজিতার এই বই প্রকাশ উপলক্ষে মাত্র একদিনের জন্য অমৃতসর থেকে এই অনুষ্ঠানে আসেন সৃজিতার অনলাইনের বন্ধু ও তাঁর মা-বাবা। তাঁদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে ভিন্ন তাৎপর্য দেয়।

Advertisement

Advertisement

Advertisement