ভাগীরথীর ওপার থেকে ভোটারদের আনতে গিয়ে জলে তলিয়ে নিখোঁজ হলেন মাঝি। নিখোঁজ মাঝির নাম লালা হালদার। ঘটনাটি ঘটেছে, নদিয়ার কালীগঞ্জের ফুলবাগান ঘাটে। স্থানীয় বাসিন্দারা জানান, ভাগীরথীর ওপারে চৌধুরী পাড়া এলাকায় প্রায় ২৬৫ জন ভোটার রয়েছেন। তাঁরা ভাগীরথী পেরিয়ে ফুলবাগান ঘাট এলাকায় ২৫২ নম্বর বুথে ভোট দিতে আসেন।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার নৌকা করে ২৫২ নম্বর বুথে ভোটারদের নিয়ে যাওয়ার সময় নৌকার মাঝি লালা হঠাৎ নৌকা থেকে ভাগীরথীর জলে পড়ে নিখোঁজ হয়ে যান। এর ফলে ভোটাররা আর ভোট দিতে যেতে পারেননি। যদিও এই ঘটনায় কোনও ভোটার অবশ্য জলে তলিয়ে যাননি।
Advertisement
এই খবর পৌঁছতেই কোনও ভোটার ভোটকেন্দ্রে যেতে রাজি হননি। স্থানীয়দের দাবি, ভোটকেন্দ্রে যাওয়ার একটাই পথ, নদীপথ। এছাড়া কয়েক কিলোমিটার ঘুরে ভোটকেন্দ্রে পৌঁছতে হয়। কিন্তু রাস্তা খারাপের দরুণ কেউ আর সেই পথে যেতে রাজি হচ্ছেন না। এই খবর কানে পৌঁছতেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মাঝির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Advertisement
Advertisement



