শুধুমাত্র পড়ুয়াদের নয়, ইরানে বসবাসকারী সব ভারতীয়কেই তেহরান ছাড়ার পরামর্শ দিয়েছে দিল্লি। মঙ্গলবার তেহরানের ভারতীয় দূতাবাসের তরফে এই নতুন নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি তেহরানে বসবাসকারী ভারতীয়দের অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে নিজেদের অবস্থান ও ফোন নম্বর জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশিকায় বলা হয়েছে, ভারতের সব নাগরিক ও পিআইও (পার্সনস অফ ইন্ডিয়ান ওরিজিন)–দের নিজস্ব সম্পদ বা গাড়ি ব্যবহার করে অবিলম্বে তেহরানের বাইরে কোনও নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। ভারতের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়েছে, দেরি না করে অতি দ্রুত ভারতীয় দূতাবাসের সঙ্গে যেন যোগাযোগ করেন ইরানে বসবাসকারী ভারতীয়রা। এর জন্য তিনটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। নম্বরগুলি হল +৯৮ ৯০১০১৪৪৫৫৭, +৯৮ ৯১২৮১০৯১১৫ +৯৮ ৯১২৮১০৯১৯০। যে কোনও পরিস্থিতিতে ওই নম্বরগুলিতে ফোন করতে বলা হয়েছে।
Advertisement
উল্লেখ্য, ইরানে বহু অনাবাসী ভারতীয় থাকেন। পড়াশোনার জন্য সেখানে থাকেন প্রায় ১০ হাজার ভারতীয় পড়ুয়া। সোমবারই তাঁদের নিরাপদে ভারতে ফেরত পাঠানোর জন্য তেহরানের কাছে আর্জি জানিয়েছিল দিল্লি। কিন্তু আকাশপথ বন্ধ থাকায় আপাতত বিমানে ভারতে ফেরার উপায় নেই তাঁদের। তবে স্থলবন্দর দিয়ে ইরান ছাড়ার অনুমতি পেয়েছে ভারতীয় পড়ুয়ারা। প্রথম দফায় ১১০ জন ভারতীয়কে ইরান থেকে সরিয়ে আর্মেনিয়ায় আনা হয়েছে। সেখান থেকে স্থলপথে তাঁদের ভারতে আনা হবে। তাঁদের জন্য বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছে।
Advertisement
গত সপ্তাহ থেকে ইরান ও ইজ়রায়েলের মধ্যে সংঘাত শুরু হয়েছে। তেহরানে একাধিক বার ক্ষেপণাস্ত্র হানা চালিয়েছে ইজরায়েল। রবিবার রাতে তেহরান ইউনিভার্সিটি অফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের হস্টেলের খুব কাছে ক্ষেপণাস্ত্র হামলা হয়। এর জেরে জখম হন কয়েকজন ভারতীয় পড়ুয়া। তারপরই নড়েচড়ে বসে দিল্লি। এরপরই দিল্লির তরফে ইরানের কাছে ভারতীয় পড়ুয়াদের ফেরত পাঠানোর আর্জি জানানো হয়।
Advertisement



