২১ জুলাইয়ের সমাবেশের প্রচার-পোস্টারে শুধুই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি থাকবে, থাকবে না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। অভিষেক নিজেই সে কথা দলকে জানিয়ে দিয়েছেন, এমনটাই বললেন দলের প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, শনিবার ভবানীপুরে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নেতৃত্বে আয়োজিত ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠক শেষে সাংবাদিক বৈঠক করেন সুদীপ বন্দোপাধ্যায়। সেখানেই তিনি সংশ্লিষ্ট বৈঠকের খুঁটিনাটি বিবরণ এবং আলোচ্য বিষয় তুলে ধরেন। তিনি জানান, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ২১ জুলাইয়ের এই সমাবেশকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই সমাবেশে যাতে রেকর্ড জনসমাগম হয়, তা নিশ্চিত করতে জেলার নেতাদের নির্দেশও দিয়েছেন দলের রাজ্য সভাপতি। সুদীপের ভাষায়, ‘এবার সর্বকালীন রেকর্ড জমায়েত হবে ২১ জুলাইয়ের সমাবেশে। একটি দল একক শক্তিতে একটি শহরের বুকে কত বড় সভা করতে পারে, তার নজির আমরা এবার রাখবই রাখব।’
এরপরই ২১ জুলাইয়ের প্রচার-পোস্টার প্রসঙ্গে মুখ খোলেন প্রবীণ সাংসদ। তিনি জানান, ‘ক্যামাক স্ট্রিটের দফতর থেকে পেনড্রাইভে ২১ জুলাই কর্মসূচির যে পোস্টার দেওয়া হয়েছে, তাতে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি রয়েছে।’ কিন্তু কেন? সাংসদের সংযোজন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, উনি যেহেতু ২১ জুলাইয়ের সেই কর্মসূচিতে ছিলেন না, তাই তাঁর ছবি থাকবে না। শুধু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই ছবি থাকবে।’
Advertisement
২১ জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে বিস্তারিত জানিয়ে সুদীপ বন্দোপাধ্যায় আরও বলেন, ‘বিজেপির ধারাবাহিক বঞ্চনা, ঘোষিত চক্রান্ত-পরিকল্পনা বানচাল করতে তৃণমূল কংগ্রেসও প্রস্তুত। বহু নেতানেত্রী আসবেন-যাবেন, তবে মমতা বন্দোপাধ্যায়ের মত প্রশাসন চালানোর দক্ষতা, দায়িত্বপরায়ণতা, বিচক্ষণতা, দূরদর্শীতা আর কারো নেই। বৈঠকে ঠিক হয়েছে, এখন থেকেই ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বেন দলীয় নেতাকর্মীরা। তৃণমূলকে হারাতে মরিয়া বিজেপি, তবে অন্য যেকোনো রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধি পেলেও বাংলায় কখনই তা হবে না। পুরনো সমস্ত রেকর্ড ভেঙে এবার সর্বোচ্চ রেকর্ডে তৃণমূলের জয় নিশ্চিত।
এরপর পাঁচের পৃষ্ঠায়
Advertisement
Advertisement



