• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নরওয়েতে কার্লসেন চ্যাম্পিয়ন, স্বপ্নভঙ্গ হাম্পির

গুকেশের ড্রয়ে সুবিধা হয় কার্লসেনের। শেষ রাউন্ডে তিনি ড্র করেন এরিগাইসির সঙ্গে। যদিও গোটা ম্যাচ জুড়ে তাঁকে বারবার বিপাকে ফেলেছিলেন ভারতীয় দাবাড়ু।

প্রতিনিধিত্বমূলক চিত্র

দিন কয়েক আগে রুদ্ধশ্বাস ম্যাচে ম্যাগনাস কার্লসেনকে হারিয়েছিলেন ভারতের ডি গুকেশ। কিন্তু তাতেও শেষরক্ষা হল না। শেষ পর্যন্ত নরওয়ে দাবার খেতাব জিতে নিলেন কার্লসেনই। শেষ ম্যাচে অপর এক ভারতীয় দাবাড়ু অর্জুন এরিগাইসির সঙ্গে ড্র করতেই চ্যাম্পিয়ন হয়ে যান নরওয়ের দাবাড়ু। গুকেশের অভিযান শেষ হল তৃতীয় স্থানে গিয়ে।

শেষ ম্যাচে গুকেশ মুখোমুখি হয়েছিলেন কারুয়ানার। কার্লসেন ছাড়া এই দুই দাবাড়ুও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে ছিলেন। কিন্তু আমেরিকান দাবাড়ুর বিরুদ্ধে প্রথম থেকেই স্বচ্ছন্দে ছিলেন না গুকেশ। শেষের দিকে চালে একের পর এক ভুল করতে থাকেন। ম্যাচের আর ২ সেকেন্ড বাকি থাকতে প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ড্র স্বীকার করে নেন।

Advertisement

গুকেশের ড্রয়ে সুবিধা হয় কার্লসেনের। শেষ রাউন্ডে তিনি ড্র করেন এরিগাইসির সঙ্গে। যদিও গোটা ম্যাচ জুড়ে তাঁকে বারবার বিপাকে ফেলেছিলেন ভারতীয় দাবাড়ু। কিন্তু শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ড্র করে .৫ পয়েন্ট আদায় করে নেন। সেটাই পার্থক্য গড়ে দেয়। পয়েন্ট টেবিল দাঁড়ায়- কার্লসেন- ১৬, কারুয়ানা- ১৫.৫, ডি গুকেশ- ১৪.৫।

Advertisement

অন্যদিকে মহিলাদের ক্লাসিকাল বিভাগে হৃদয়ভঙ্গ হল কোনেরু হাম্পির। ইউক্রেনের আনা মুজাইচুক আর্মাগেডনের টাইব্রেকারে ভারতের রমেশবাবু বৈশালীর কাছে হেরেও চ্যাম্পিয়ন হয়। তার আগে ক্লাসিকালে ম্যাচ ড্র হওয়ায় এক পয়েন্ট পেয়ে ১৬.৫ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় মুজাইচুক। অন্যদিকে হাম্পির ম্যাচও ড্র হয়। তারপর টাইব্রেকারে আরও ৫ পয়েন্ট পান। সব মিলিয়ে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন ভারতীয় দাবাড়ু। মহিলাদের বিভাগে – আনা মুজাইচুক- ১৬.৫, লেই টিংজে- ১৬ ও কোনেরু হাম্পি- ১৫ পয়েন্টের টেবিলে শোভা পায়।

Advertisement