• facebook
  • twitter
Friday, 5 December, 2025

উন্নয়ন অস্ত্রেই বাজিমাত করতে চান আলিফা

দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতির রণকৌশল তৈরিও করেছেন মহিলা তৃণমূল প্রার্থী। বিভিন্ন বাজার-সহ বাড়িতে বাড়িতে ভোট প্রচারও করেছেন আলিফা।

মনোনয়নপত্র জমা দিলেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ। শুক্রবার বিশাল মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যান তৃণমূল প্রার্থী। হুডখোলা গাড়িতে ছিলেন আলিফা আহমেদ। সঙ্গে ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, চাপড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক রুকবানুর রহমান, করিমপুরের বিধায়ক বিমলেন্দু সিংহ রায় ও অন্যান্য নেতারা। দলীয় পতাকা উড়িয়ে ঢাক-ঢোল পিটিয়ে, সবুজ আবির উড়িয়ে নাচতে নাচতে কর্মী, সমর্থকরাও এই মিছিলে অংশগ্রহণ করেন। কর্মী, সমর্থকদের উচ্ছ্বাস দেখে মনে হতেই পারে ভোটের আগেই জয়লাভ করেছেন আলিফা আহমেদ।

এদিন দেবগ্রাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে মিছিল শুরু হয়ে দেবগ্রাম বিডিও অফিসে শেষ হয়। সেখানে বিডিওর হাতে মনোনয়নপত্র তুলে দেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। আগামী ১৯ জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ২৩ জুন হবে ভোটের ফলাফল ঘোষণা। বাবা নাসিরুদ্দিন আহমেদের মৃত্যুর পরে মেয়ে আলিফাকে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা থেকে প্রার্থী করেছে তৃণমূল। ২০১১ সালে নাসিরুদ্দিন যখন ভোটে লড়েন, তখন থেকেই বুথ ধরে ধরে নির্বাচন পরিচালনা করতেন মেয়ে আলিফা। ২০১৮ সালে নদিয়া জেলা পরিষদের তৃণমূল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন তিনি। তাই রাজনীতিতে আনকোরা নন আলিফা।

Advertisement

এদিন মনোনয়নপত্র জমা দিয়ে বেরিয়ে আলিফা আহমেদ বলেন, কর্মীদের আবেগ এদিন যা ছিল তা দেখে আমি আশাবাদী নির্বাচনের ফলাফল খুব ভালো হবে। ভোটে জিতে বাবার অসম্পূর্ণ কাজ আগে শেষ করবো। তারপর অন্যান্য কাজ করবো। বিরোধীদের কখনও ছোট করে দেখছি না। কালীগঞ্জে আমাদের সংগঠন খুব শক্তিশালী সংগঠন। আমরা বিশাল মার্জিন নিয়ে জয়ী হব, এটা আমার বিশ্বাস।

Advertisement

আলিফা আরো বলেন, সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই আমি প্রচারে নামবো। বাবার গুণ ও নিজের শিক্ষা-দীক্ষাকে পাথেয় করে আমি এগিয়ে চলবো। হাতে সময় খুবই কম৷ বিরোধীরা এখনও প্রার্থী ঘোষণা করতে পারেনি৷ তাই সময় নষ্ট না করে তড়িঘড়ি ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়ছেন নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। কর্মী-সমর্থকদের সঙ্গে বৈঠক করেছেন। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতির রণকৌশল তৈরিও করেছেন মহিলা তৃণমূল প্রার্থী। বিভিন্ন বাজার-সহ বাড়িতে বাড়িতে ভোট প্রচারও করেছেন আলিফা।

Advertisement