সামনে আসছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব, বকরি ইদ। ইদ-উল-ফিতরের পরে এটি ইসলাম ধর্মের দ্বিতীয় বৃহত্তম উৎসব হিসেবে পালিত হয়। কলকাতা শহরের অগণিত মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই দিনটি গভীর শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে পালন করে থাকেন। তাই শহরের সর্বত্র যাতে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকে, সেদিকে নজর দিচ্ছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই পুরসভার তরফে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ।
পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘মানুষের স্বাস্থ্য ও শহরের পরিচ্ছন্নতাই আমাদের প্রথম লক্ষ্য। তাই বর্জ্য ব্যবস্থাপনার দিকটা আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখছি।’ তিনি আরও জানান, যেসব এলাকায় বেশি পশু বলি দেওয়া হবে, সেখানে থাকবে অতিরিক্ত গাড়ি ও পরিকাঠামোর ব্যবস্থা। বিভাগীয় ডিজি স্বয়ং সমস্ত প্রক্রিয়ার উপর নজর রাখছেন বলে জানান মেয়র।
প্রতিবছরের মতো এবারও বকরি ইদ উপলক্ষে শহরজুড়ে পুরসভার তরফে জোরদার ব্যবস্থা থাকছে। যাতে নাগরিকেরা শান্তিপূর্ণ ও স্বাস্থ্যকর পরিবেশে উৎসব পালন করতে পারেন, সেদিকে পুরসভার নজর সর্বক্ষণ।
Advertisement