• facebook
  • twitter
Friday, 5 December, 2025

নিঁখোজ নাবালিকা, তদন্তে মাঠে নেমেছে স্নিফার ডগ

কিছুদিন যাবৎ বেশ কয়েকবার নাবালক-নাবালিকাদের নিঁখোজ হওয়ার অভিযোগ এসেছে পুলিশের কাছে। তাই পুলিশ এই বিষয়ে কিছুটা সক্রিয় রয়েছে।

কিছুদিন যাবৎ বেশ কয়েকবার নাবালক-নাবালিকাদের নিঁখোজ হওয়ার অভিযোগ এসেছে পুলিশের কাছে। তাই পুলিশ এই বিষয়ে কিছুটা সক্রিয় রয়েছে। এই ধরনের কোনও অভিযোগ দায়ের হলে অতি সক্রিয়তার সঙ্গে অভিযান চালাচ্ছে। এবার হুগলিতে নাবালিকা নিখোঁজের ঘটনায় নড়ে বসেছে সেখানকার পুলিশ প্রশাসন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন চন্দননগর পুলিশের ডিসিপি (শ্রীরামপুর) অর্ণব বিশ্বাস, আইসি (উত্তরপাড়া) অমিতাভ সান্যাল এবং আরও অনেক পুলিশ আধিকারিক।

জানা গিয়েছে, মঙ্গলবার বিকালের পর কানাইপুরের বছর তেরোর বিশেষ চাহিদা সম্পন্ন এক কিশোরী নিখোঁজ হয়ে যান। এই ঘটনায় ওই এলাকারই বাসিন্দা অসীম মজুমদার নামক এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই যুবক বাড়ি থেকে নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল বলে পরিবারের দাবি। স্থানীয় বাসিন্দারা ওই যুবককে নানাভাবে জিজ্ঞাসাবাদ করেছিলেন। নেশাগ্রস্ত অবস্থায় অসীম বেঁফাস মন্তব্য করে বলেছিলেন, তিনিই ওই নাবালিকাকে মেরে পুঁতে দিয়েছেন। এরপর পুলিশ স্নিফার ডগ নিয়ে তল্লাশি অভিযান শুরু করে।

Advertisement

অভিযুক্ত অসীম মজুমদার এবং ওই নাবালিকার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। অভিযান চলাকালীন, স্নিফার ডগ কানাইপুর কলোনী হরিসভা শহিদ বেদীর নিকটস্থ কন্যা বিদ্যাপীঠ নামক এক স্কুলের পিছনে একটি পুকুরপাড়ে গিয়ে দাঁড়িয়ে যায়। ওই স্থানে গিয়েই কেন স্নিফার ডগ আটকে গিয়েছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, অভিযুক্ত যুবকও বর্তমানে পলাতক। তাঁর খোঁজ শুরু হয়েছে।

Advertisement

Advertisement