ক্রমাগত নাবালকদের মধ্যে অপরাধপ্রবণ মানসিকতা বৃদ্ধি পাচ্ছে। একের পর এক খুনের ঘটনায় উঠে আসছে নাবালকদের নাম। এবার খেলার সঙ্গীকে খুন করার অভিযোগ উঠেছে এক নাবালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদায়। নাবালকটিকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়।
জানা গিয়েছে, বুধবার দুপুরে দু’জন নাবালক বন্ধু একসঙ্গে খেলতে বেরিয়েছিল। তাদের মধ্যে একজনের বয়স দশ বছর এবং অপরজনের বয়স ১২ বছর। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরও তাদের মধ্যে একজন বাড়ি না ফেরায় তার খোঁজ করা শুরু হয়েছিল। সন্ধ্যে পর্যন্ত নাবালকের পরিবার ও প্রতিবেশীরা তল্লাশি চালায়। অবশেষে কুইলিয়া গ্রামের একটি পুকুরের ধার থেকে ওই নাবালকের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তার শরীরে অজস্র ক্ষত চিহ্ন ছিল।
Advertisement
পরিবারের তরফে ছেলেকে খুনের অভিযোগ জানানো হয়েছে। এরপর ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠায়। খুনের তদন্ত করতে গিয়ে পুলিশ ওই নাবালকের খেলার সঙ্গীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। তখনই তার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তাকে আরও একটু চাপ দিতেই সে খুনের কথা স্বীকার করে নেয়। শুক্রবার অভিযুক্ত নাবালককে আদালতে তোলা হয়েছিল। তাঁকে হোমে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ওই নাবালকের ভাই তার দাদাকে খুন করতে দেখেছিল। এই ঘটনায় একটি লাঠিও উদ্ধার হয়েছে। এটিই খুনের অস্ত্র বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যদিও খুনের কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার কিনারা পেতে পুলিশ তদন্ত চালাচ্ছে।
Advertisement
Advertisement



