নৃশংস হত্যাকাণ্ডের শিকার আড়াই বছরের এক শিশু কন্যা। ভাইঝির মাথা কেটে পুকুরে ফেলে দিল কাকা। তামিলনাড়ুর রামনাথপুরম জেলার এমনেশ্বরম এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, নিহত শিশুটির নাম লেমোরিয়া। বাড়ির উঠোনে খেলা করছিল লেমোরিয়া ও তার কাকা সঞ্জয়। অভিযোগ, খেলার সময় আচমকাই সঞ্জয় শিশুটিকে বাড়ির পিছনে নিয়ে যায়। সেখানে একটি ধারালো ছুরি দিয়ে শিশুটির মাথা কেটে দেহ থেকে আলাদা করে ফেলে। এরপর কাটা মাথাটি পাশের একটি পুকুরে ছুড়ে ফেলে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ফায়ার ও রেসকিউ টিমের সহায়তায় উদ্ধার করা হয় শিশুটির দেহ ও মাথা।
স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত সঞ্জয় মানসিকভাবে অসুস্থ। তবে খুনের ঘটনার পর পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত মানসিক ভাবে অসুস্থ, নাকি বাচ্চাটিকে খুনের পিছনে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Advertisement
তামিলনাড়ুর পাশাপাশি, কেরলের এর্নাকুলম জেলার চেঙ্গামানাড় এলাকায় আরও একটি নৃশংসতার ঘটনা ঘটেছে। ৩৬ বছরের এক মহিলা তাঁর চার বছরের মেয়েকে নদীতে ছুড়ে ফেলে খুন করেছেন বলে অভিযোগ। অভিযুক্ত মাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিহত শিশুটির নাম কল্যাণী। তার মা সন্ধ্যা নিজেই পুলিশের কাছে অপরাধের কথা স্বীকার করেছেন।
Advertisement
Advertisement



