বাংলদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাতে এই দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সূত্রের খবর, এই তথ্য প্রকাশ্যে আসার আগে অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা ইউনূস। সেখানেই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে ইউনূস নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দেন। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম ‘প্রথম আলো’ এই তথ্য প্রকাশ করেছে।
জানা গিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বৈঠকে ইউনূস জানিয়ে দেন, তিনি আর সরকারে থাকতে চান না। কেন তিনি থাকতে চান না এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার চালাতে কোথায় কী সমস্যা হচ্ছে, সেবিষয়ে তিনি দেশবাসীর সামনে তাঁর মত ব্যক্ত করার জন্য জাতির উদ্দেশ্যে একটি ভাষণও প্রস্তুত করেন। তবে সেই সিদ্ধান্ত আপাতত স্থগিত হয়ে গিয়েছে। পরে জাতির উদ্দেশ্যে ভাষণের বিষয়টি আবার আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
Advertisement
সূত্রের খবর, এদিন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে ইউনূস হতাশা ব্যক্ত করে বলেন, বাংলাদেশে প্রতি দিনের আন্দোলন, রাস্তা আটকে রেখে দেশের নানা প্রান্তে বিক্ষোভ নিয়ে তিনি সার্বিকভাবে হতাশ। যে সংস্কারের লক্ষ্য নিয়ে তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্ব কাঁধে নিয়েছিলেন, তাতে বিভিন্ন রাজনৈতিক দল একমত হচ্ছে না। ফলে তিনি সরকারের বিভিন্ন কাজ এগোতে পারছেন না। তাঁর কাজে নানা দিক থেকে অসহযোগিতা করা হচ্ছে বলে দাবি করেছেন।
Advertisement
Advertisement



