বুধবার রাতে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে গোটা রাজ্যে। একধাক্কায় তাপমাত্রার পারদ অনেকখানি নেমে গিয়েছে। রাজ্যের এই হাওয়া বদল বেশ কয়েকদিন জারি থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহে বেশিরভাগ দিনই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। এমনকি উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজ্যে বৃষ্টির পরিস্থিতি বজায় থাকলেও সকালে গরমের অনুভূতি কমবে না।
জানা গিয়েছে, পাঞ্জাব ও তার সংলগ্ন এলাকা থেকে পূর্ব বাংলাদেশ পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিরাজ করছে। হরিয়ানা, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ ও সিকিমের ওপর দিয়েও এই অক্ষরেখা বিস্তার লাভ করেছে। এর জেরেই রাজ্য জুড়ে আবহাওয়ার বদল ঘটেছে। দক্ষিণবঙ্গে কলকাতা সহ প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাসও বইবে।
Advertisement
কেবল এই সপ্তাহেই নয়, রাজ্যে আগামী সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। যদিও তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্প থাকার কারণে অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। পার্বত্য জেলাগুলিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৫২ থেকে ৯৮ শতাংশ ছিল।
Advertisement
Advertisement



