মাঝে মাত্র একটা দিন। বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে আগামী শনিবার শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাঠে নামছেন কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। স্বাভাবিকভাবে এই খেলাটার প্রতি সবার নজর থাকবে। বিশেষ করে বিরাট কোহলি মাঠে নামা মানে দর্শকদের কাছে আলাদা উন্মাদনা। তারপরে আবার ঘরের মাঠে কোহলির খেলা দেখার জন্য ক্রিকেট ভক্তরা অপেক্ষায় রয়েছেন। যেমন বিরাট কোহলিকে দেখার জন্য মাঠে ভিড় করবেন দর্শকরা, আবার বেঙ্গালুরু দল গঠনে বেশকিছু সমস্যাও রয়েছে। দলের অধিনায়ক রজত পাটিদারের চোট রয়েছে। বেশ কিছুদিন খেলা বন্ধ থাকার কারণে সেই চোট অনেকটা নিরাময় হয়েছে।
তবুও ফিল্ডিংয়ে তাঁকে দেখা যাবে কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। হতে পারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে দলের সঙ্গে থাকা। অনুশীলনে ব্যাটিং করার সময় তাঁকে বেশ সতর্ক থাকতে দেখা গেল। আসলে পাটিদার চাইছেন মাঠে নেমে নিজেকে তুলে ধরতে। সামনেই রয়েছে ভারেতীয় ‘এ’ দলের ইংল্যান্ড সফর। আবার টেস্ট ক্রিকেটে ভারতীয় দল খেলতে যাবে ইংল্যান্ডে। আইপিএলের খেলা দেখে নির্বাচকমণ্ডলী যদি মনে করে রজত পাটিদারকে প্রয়োজন রয়েছে দলে, তাহলেই তাঁর নাম সংযোজন হতে পারে।
Advertisement
এমনিতেই বিরাট কোহলি থাকা মানেই ভরসার নাম। রজত পাটিদার মাঠে নামলেও দলকে নেতৃত্ব দেওয়ার জন্য অগ্রণী ভূমিকা নেবেন বিরাট কোহলি নিজেই। গত মরশুমে ফাফ ডুপ্লেসি যখন চোট পেয়েছিলেন, তখন দলের দায়িত্ব তুলে নিয়েছিলেন বিরাট কোহলি। অধিনায়ক যেই হোক না কেন বেঙ্গালুরু দলে, তিনি অবশ্যই বিরাট কোহলির কাছ থেকে সবসময় পরামর্শ নিয়ে খেলতে নামেন। বিরাট নিজেই এবারে সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ ক্রিকেটার রজত পাটিদারকে বেঙ্গালুরু দলের অধিনায়ক করার।
Advertisement
Advertisement



