• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

কুলগামের একাধিক জায়গায় অভিযান এসআইএ-এর

সংঘর্ষবিরতির মধ্যেই রবিবার দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন স্টেট ইনটেলিজেন্স এজেন্সি (এসআইএ)।

সংঘর্ষবিরতির মধ্যেই রবিবার দক্ষিণ কাশ্মীরের একাধিক জায়গায় অভিযান চালিয়েছেন স্টেট ইনটেলিজেন্স এজেন্সি (এসআইএ)। ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলার ঘটনার তদন্তে নেমেছে আধিকারিকরা। এ দিন কুলগামের একাধিক জায়গায় জঙ্গিদের খোঁজে অভিযান চালানো হয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগামে গত ২২ এপ্রিল জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছিল ২৬ জনের। এরপরই অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তানের ৯টি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় ভারত। এরপরই থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনার আবহ তৈরি হয়। হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠে দুই দেশের পরিস্থিতি। এরই মধ্যে শনিবার কয়েকদিনের জন্য সংঘর্ষবিরতিতে সম্মত হয় দুই দেশ। যদিও শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। তবে গত কয়েকদিনের তুলনায় শনিবার রাতে মোটের উপর শান্ত ছিল সীমান্ত ও নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকা। এরই মধ্যে পহেলগাম কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে এসআইএ।

Advertisement

নিহত পর্যটকদের পরিবারের সদস্যদের অভিযোগ, সেদিন পহেলগামে ৫–৬ জন জঙ্গি হামলা চালিয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত অভিযুক্তদের মধ্যে একজনকেও ধরা সম্ভব হয়নি। অনেকের মতে স্থানীয়দের মদত ছাড়া এত বড় হামলা চালানো কোনওভাবেই সম্ভব নয়। তদন্তে নেমে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। উপত্যকায় তাঁরা কাদের সাহায্য পেয়েছিল সেই বিষয়ও জানতে চাইছে তদন্তকারীরা। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। পাশাপাশি রবিবার অভিযুক্ত জঙ্গিদের খোঁজেও তল্লাশি চালানো হয়। তাঁরা কোথায় থাকতে পারেন সে বিষয়ে স্থানীয়দের জেরা করা হয়।

Advertisement

পহেলগাম কাণ্ডের ১৫ দিন পর অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাত করেছে ভারত। এরপর থেকে দুই দেশের মধ্যে হামলা পাল্টা হামলা চলছিল। শনিবার বিকেল পাঁচটা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত সংঘর্ষ বিরতিতে সম্মত হয় দুই দেশ। কিন্তু শনিবারই সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। নয়াদিল্লির দাবি, পাকিস্তানই প্রথমে ফোন করে যুদ্ধবিরতি চায়। ভারত তাতে সম্মত হয়। তবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট করে দিয়েছেন, পাকিস্তান গুলি চালালে পাল্টা জবাব দেওয়ার জন্য ভারত প্রস্তুত রয়েছে।

Advertisement