• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আইসিএসই-র চতুর্থ স্থানাধিকারীর বাড়িতে সুজিত

মন্ত্রীর পরামর্শ, 'এটাই জীবনের শুরু। জীবনের ছোট-বড় সকল পরীক্ষায় সাহস এবং উদ্যমের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে জয়ী হতে হবে।'

সম্প্রতি প্রকাশিত হয়েছে আইসিএসই পরীক্ষার ফলাফল। সেই পরীক্ষাতেই ৫০০ এর মধ্যে ৪৯৭ নম্বর পেয়ে রাজ্যে তাক লাগিয়েছে সেন্ট জেমস্ স্কুলের ছাত্র নীলাদ্রি শেখর মজুমদার। উল্লেখ্য, এই সর্বভারতীয় পরীক্ষায় বাংলার নীলাদ্রি চতুর্থ স্থানাধিকারী। এবার নীলাদ্রির এই অভাবনীয় সাফল্যের জন্য তাঁকে অনুপ্রেরণা দিতে লেকটাউনের শ্রীভূমির শ্রীপল্লীতে বুধবার তাঁর বাড়িতে উপস্থিত হলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। বিরাট সাফল্যের জন্য তাঁকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রীর পরামর্শ, ‘এটাই জীবনের শুরু। আগামীতে এই সাফল্য ধরে রেখে এগিয়ে চলতে হবে। জীবনের ছোট-বড় সকল পরীক্ষায় সাহস এবং উদ্যমের সঙ্গে ঝাঁপিয়ে পড়ে জয়ী হতে হবে।’

পাশাপাশি নীলাদ্রির কৃতিত্ব এবং মেধার প্রশংসাও করেছেন বিধায়ক। তাঁর ভাষায়, ‘আগামী ২০২৭ সালের পরীক্ষাতেও যেন তোমার বাড়িতে এভাবে আসতে পারি এবং এমনই ভালো ফলাফলের জন্য আরও একবার শুভেচ্ছা জানাতে পারি।’ প্রসঙ্গত, দিনে ৫-৬ ঘন্টা পড়াশোনা করেই দুর্দান্ত ফলাফল করেছে নীলাদ্রি। অবসর সময়ে পিয়ানো বাজানো এবং বই পড়াই তাঁর শখ। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখছে নীলাদ্রি। সেইমত পড়াশোনাও শুরু করে দিয়েছে সে। সে সব শুনে নীলাদ্রিকে অভয় দিয়েছেন মন্ত্রী, পাশাপাশি করেছেন আশীর্বাদ। সুজিতের আগমন এবং শুভেচ্ছা জ্ঞাপনে অভিভূত নীলাদ্রির মা। তাঁর মা জানিয়েছেন, ‘এই সাফল্য কেবল নীলাদ্রির। আগামীর পরীক্ষাতেও সে ভালো ফলাফল করবে, আশাবাদী। বিধায়ক সুজিত বোসের আগমনে আমরা খুবই খুশি।’

Advertisement

Advertisement

Advertisement