• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

ভারতীয় দল নিয়ে কিছু বললেন না বোর্ড সচিব

ভারতীয় দল ২৫ মে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। সেখানে তারা তিনটি চারদিনের ম্যাচ খেলবে প্রস্তুতি ম্যাচ হিসেবে।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আইপিএল ক্রিকেট শেষ হলেই ভারত টেস্ট সফরে ইংল্যান্ডে যাবে জুন মাসে। আগামী ২০ জুন থেকে দুই দলের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারতীয় দল গঠন নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তার আগেই অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির কী অবস্থান হবে, সে বিষয়ে কোনও ধারণা দেননি ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া।

তিনি বলেছেন, আগামী দু’সপ্তাহের মধ্যেই ভারতীয় দলের নির্বাচন করা হবে। আইপিএল ক্রিকেটের ফাইনাল খেলার পরেই নির্বাচক মণ্ডলীর প্রধান অজিত আগরকর অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে দল নির্বাচন করবেন। ওই দলে রোহিত শর্মা ও বিরাট কোহলি থাকবেন কিনা, তা স্পষ্ট করবে নির্বাচকমণ্ডলী। ইংল্যান্ড সফর থেকেই শুরু হবে আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভাগ।

Advertisement

গত টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত খেলার ছাড়পত্র পায়নি। তাই এবারে প্রথম থেকেই ভারতীয় দল সিরিয়াস। ইংল্যান্ডে যদি টেস্ট ম্যাচে ভারতীয় দল ভালো ফলাফল করতে পারে, তাহলে বেশ কিছুটা এগিয়ে থাকতে পারবে। ইংল্যান্ড সিরিজটা ভারতীয় দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement

ভারতীয় দল ২৫ মে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দেবে। সেখানে তারা তিনটি চারদিনের ম্যাচ খেলবে প্রস্তুতি ম্যাচ হিসেবে। আইপিএল ক্রিকেটের পরে বেশ কয়েকজন ক্রিকেটার জাতীয় দলে যোগ দেবেন। প্রথম ধাপে ইংল্যান্ডে উড়ে যাবেন না ভারতীয় দলের সবাই। ধাপে ধাপে পুরো দলটি জুন মাসের শুরুতেই পৌঁছে যাবে। সেই কারণে বিরাট ও রোহিতদের নিয়ে বোর্ড সচিব এখনই কোনও কথা বলতে চাইছেন না।

Advertisement