• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

নৌসেনার পর বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক মোদীর

সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে এই বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানত খতিয়ে দেখা হচ্ছে প্রস্তুতি।

ফাইল চিত্র

নৌসেনা প্রধানের সঙ্গে বৈঠকের পর এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সংবাদ সংস্থা সূত্রে খবর, রবিবার সকালে এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে বৈঠকে কী নিয়ে আলোচনা হয় তা শেষ পাওয়া খবরে স্পষ্ট নয়। পহেলগামে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সেনাবাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পহেলগাম হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত উত্তেজনার পরিস্থিতির মধ্যেই গত কয়েক দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈঠক সারেন প্রধানমন্ত্রী।

সূত্রের খবর, প্রায় ৪০ মিনিট ধরে এই বৈঠক হয়। বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানত খতিয়ে দেখা হচ্ছে প্রস্তুতি। শনিবারই নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর সঙ্গে বৈঠক করেন মোদী। দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে ওই বৈঠকের পরের দিন সকালেই বায়ুসেনা প্রধানের সঙ্গেও বৈঠকে বসেন মোদী। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গেও শনিবার একটি বৈঠক করেছেন তিনি।

Advertisement

প্রসঙ্গত, পহেলগামে হামলার পর জঙ্গিদের মদতদাতা পাকিস্তানকে কড়া বার্তা দিতে তিন সশস্ত্র বাহিনীর প্রধানদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন মোদী। ২৬ এপ্রিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক হয় প্রধানমন্ত্রীর। এরপর নৌবাহিনীর প্রধান এবং রবিবার এয়ার চিফ মার্শাল অমরপ্রিত সিংয়ের সঙ্গেও বৈঠক করেছেন। বৈঠকগুলিতে কী বিষয় আলোচনা হয়েছে, তা নিয়ে কোনও তথ্যই প্রকাশ্যে আসেনি।

Advertisement

ভারতের অভিযোগ, পহেলগামের জঙ্গিহানায় পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। বিশেষ সূত্রে খবর, গত মঙ্গলবার সেনাকর্তাদের নিয়ে বৈঠকে সন্ত্রাসবাদ দমনে নিজের কড়া মনোভাব ব্যক্ত করেন মোদী। প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে সন্ত্রাসবাদ মোকাবিলায় বাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেওয়ার কথাও মোদী বলেছেন বলে বিশেষ সূত্রে খবর। ফলে রীতিমতো চাপে রয়েছে পাকিস্তান।

Advertisement