• facebook
  • twitter
Friday, 5 December, 2025

জোকা-মাঝেরহাট রুটে বাড়তি মেট্রো চালু

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের সুবিধার্থে বাড়তি ট্রেন চালু হতে চলেছে। চলতি মাসের ৫ মে থেকে যাত্রীরা এই অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবেন।

প্রতীকি চিত্র।

জোকা-মাঝেরহাট মেট্রো যাত্রীদের সুবিধার্থে বাড়তি ট্রেন চালু হতে চলেছে। চলতি মাসের ৫ মে থেকে যাত্রীরা এই অতিরিক্ত ট্রেন পরিষেবা পাবেন। এর আগে এই রুটে সারাদিন মোট ১৮টি মেট্রো চলত। একটি মেট্রো যাওয়ার পর প্রায় ৫০ মিনিটের ব্যবধানে আরেকটি মেট্রো আসত। এর ফলে এই রুটের মেট্রো যাত্রীদের প্রায়ই অসুবিধার মুখে পড়তে হত। তাঁরা বাড়তি মেট্রোর দাবি জানিয়েছিল। তাঁদের সুবিধার্থে মেট্রো রেল কর্তৃপক্ষ অতিরিক্ত মেট্রো চলাচলের সিদ্ধান্ত নিয়েছে।

এবার ৫ মে থেকে জোকা-মাঝেরহাট মেট্রো রুটে ৪০টি মেট্রো চলবে। দুটি মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান থাকবে ২২ মিনিট। সময়ের বেশ কিছু বদল হয়েছে। আগে এই রুটে প্রথম মেট্রো মিলত সকাল ৮ টা ৫৫ মিনিটে। সোমবার থেকে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিটে। আগে দুপুরে শেষ মেট্রোটি ছাড়ত দুপুর ৩টে ৩৫ মিনিটে। এবার থেকে শেষ মেট্রো ছাড়বে ৩টে ২৮ মিনিটে। তবে আগের মতোই এই পার্পেল লাইনে শনিবার ও রবিবার মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এ ক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।

Advertisement

Advertisement

Advertisement