পহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের জেরে অচলাবস্থার সৃষ্টি হয়েছিল আটারি-ওয়াঘা সীমান্ত এলাকায়। ভারতে বসবাসকারী পাকিস্তানের নাগরিকদের দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ভারত সরকার। বাতিল করা হয় ভিসাও। এর পরেও সীমান্ত বন্ধ রেখেছিল পাকিস্তান। অবশেষে নানা টালবাহানার পর আত্তারি-ওয়াঘা সীমান্ত এলাকা খুলে দিয়েছে পাকিস্তান। ফলে শুক্রবার সকাল থেকেই ভারতে আটকে থাকা পাকিস্তানি নাগরিকেরা সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে শুরু করেছেন।
প্রসঙ্গত, ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এর পর থেকেই ভারত-পাক সম্পর্কের অবনতি ঘটতে থাকে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দেয় ভারত। বাতিল করেছে পাকিস্তানের উপর দিয়ে ভারতীয় বিমান চলাচলের অনুমতি। একই ভাবে পাকিস্তানও ভারতীয় পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করে দ্বিপাক্ষিক বাণিজ্য বন্ধ করেছে।
Advertisement
সীমান্ত এলাকায় নাগরিকদের দুর্ভোগ দুই দেশের সম্পর্কের অবনতির প্রতিচ্ছবি বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, যে দিন ভারত নির্দিষ্ট ভিসাগুলির বাতিল ঘোষণা করা হয়েছিল, তার পরের দিন বুধবার ১২৫ জন পাকিস্তানি নাগরিক আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফিরে যান । গত এক সপ্তাহে মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯১১। বিপরীতে ভারতে প্রবেশের ক্ষেত্রেও ১৫২ জন ভারতীয় নাগরিক এবং ৭৩ জন দীর্ঘমেয়াদি ভারতীয় ভিসাধারী পাকিস্তানি নাগরিক অমৃতসর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন।
Advertisement
ভিসার ধরন অনুযায়ী প্রস্থানের সময়সীমা ছিল- সার্ক ভিসার জন্য ২৬ এপ্রিল, অন্য ১২টি শ্রেণির জন্য ২৭ এপ্রিল এবং চিকিৎসা ভিসার জন্য ২৯ এপ্রিল।
Advertisement



