• facebook
  • twitter
Thursday, 29 January, 2026

ভারত ছেড়ে যাওয়ার সময় অমৃতসরে মৃত্যু পাক নাগরিকের

দেশে ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পাকিস্তানি নাগরিকের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আব্দুল ওয়াহিদ (৬৯)।

পহেলগাম কাণ্ডের জেরে সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। আর তার পর থেকেই দেশজুড়ে পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ১৩৯ জন পাক নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। বাকিদেরও ফেরানোর কাজ চলছে। দেশে ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পাকিস্তানি নাগরিকের। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম আব্দুল ওয়াহিদ (৬৯)। ভারতে ১৭ বছর ধরে ছিলেন।

সূত্রের খবর, ভিসার মেয়াদ শেষ নিয়ে যাওয়ার পরও অবৈধভাবে ভারতে বসবাস করছিলেন আব্দুল। অটারী হয়ে তাঁকে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা ছিল। সেই মতো আব্দুল রওনা দেন। কিন্তু অমৃতসরের কাছে আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই পাক নাগরিককে। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আব্দুলের।

Advertisement

পাকিস্তানিদের ভিসা বাতিলের পাশাপাশি ‘সার্ক’ ভিসাও বাতিল করেছে নয়াদিল্লি। তবে এই তালিকা থেকে বাদ থাকছে দীর্ঘমেয়াদি ও কূটনৈতিক ভিসা! প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু হয়েছে। এরপরেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি কড়া পদক্ষেপের কথা ঘোষণা করে ভারত সরকার। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিন্ধু জলচুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত।

Advertisement

Advertisement