• facebook
  • twitter
Friday, 5 December, 2025

এক অসমবয়সী বন্ধুত্বের গল্পে বনি-তৃষানজিৎ

অসমবয়সের বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। একজন মানুষের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে বনি সেনগুপ্ত এর নতুন ছবিতে।

অসমবয়সের বন্ধুত্বের গল্পে বনি সেনগুপ্ত। একজন মানুষের জীবনের বন্ধু কতটা গুরুত্বপূর্ণ তা দেখা যাবে বনি সেনগুপ্ত এর নতুন ছবিতে। ছবির নাম “কেয়ার অফ এ জার্নি”। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক প্রতীক সরকার৷ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে তৃষানজিৎ চৌধুরী কে। ছয়-সাত বছরের ছেলে পাটু, তিনকুলের কেউ নেই। বৃদ্ধা ঠাকুমার সাথে বাস করে পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামে। মা তার কবেই মারা গিয়েছে। বাবা তাদের ছেড়ে চলে গিয়েছে শহরে। কিন্তু মন তো মানে না, বাবা কে খোঁজার কবে থেকে ইচ্ছে রয়ে গিয়েছে পাটুর।

একদিন গরমের ছুটিতে কাউকে না জানিয়ে পাটু একা পাড়ি দেয় শহরের উদ্দেশ্য বাবা কে খোঁজার জন্য। কিন্তু এ শহরে তো সে কাউকে চেনে না, একা এই শহরে। কিন্তু মন তো বাবা কে খুঁজে চলেছে। হঠাৎ দেখা হয় বামা নামক একজনের সাথে। যদিও বামা বয়সে অনেকটাই বড়ো পাটুর থেকে। কিন্তু তাদের মধ্যে বন্ধুত্ব বাড়তে থাকে। পাটুর বাবাকে খোঁজার জন্য এক জার্নি শুরু হয় বামা আর পাটুর৷ এবারে গল্প কোন দিকে যাবে, সেই সব নিয়ে “কেয়ার অফ এ জার্নি”। ছবিতে বামার চরিত্রে দেখা যাবে অভিনেতা বনি সেনগুপ্ত কে। ছবিতে থাকবে বেশ কয়েকটি গান। ছবির সিনেমাটোগ্রাফি করছেন সুপ্রিয় দত্ত। ছবির শুটিং হবে কলকাতা শহরে ও তার আসেপাশে। “পরিচালক এখনো সিনেমার নায়িকার নাম প্রকাশ করতে নারাজ।

Advertisement

অভিনেতা বনি সেনগুপ্ত জানান, “এটা একটা বন্ধুত্বের গল্প। বন্ধুত্বের কোনো বয়স হয় না। বামা আর পাটুর বন্ধুত্ব এই ছবির প্রান। ছবির শ্যুটিং শুরু হবে খুব তাড়াতাড়ি।

Advertisement

Advertisement