• facebook
  • twitter
Friday, 5 December, 2025

প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন

প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রয়াত ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। ইসরোর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টা ৪৩ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কস্তুরীরঙ্গন। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বেঙ্গালুরুর রমন রিসার্চ ইনস্টিটিউটে রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তাঁকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। পদ্মশ্রী, পদ্মভূষণ এবং পদ্মবিভূষণে সম্মানিত হয়েছিলেন এই প্রবীণ বিজ্ঞানী।

ডঃ কস্তুরীরঙ্গন ১৯৯৪ থেকে ২০০৩ সাল পর্যন্ত ইসরোর পঞ্চম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি পদত্যাগ করেন। কস্তুরীরঙ্গন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের আচার্য এবং কর্ণাটক জ্ঞান কমিশনের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন। ইনস্যাট-২, আইআরএস-১এ/১বি প্রভৃতির রূপকারদের মধ্যে অন্যতম ছিলেন তিনি। ভারতের প্রথম দুই পৃথিবী পর্যবেক্ষণকারী কৃত্রিম উপগ্রহ ভাস্কর ১ ও ভাস্কর ২-এর প্রোজেক্ট ডিরেক্টরের দায়িত্বেও তাঁকে দেখা গিয়েছিল।

Advertisement

২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন কে কস্তুরীরঙ্গন। এছাড়াও ইসরোর স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টরের পদও সামলেছিলেন কস্তুরীরঙ্গন। তিনি মহাজাগতিক এক্স রের উৎস, গামা রশ্মি এবং পৃথিবীর বায়ুমণ্ডলে তাদের প্রভাবের উপর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। পিএসএলভি এবং জিএসএলভি উৎক্ষেপণের তত্ত্বাবধান করেছিলেন কে কস্তুরীরঙ্গন।

Advertisement

ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে কস্তুরীরঙ্গনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘কে কস্তুরীরঙ্গনের দূরদর্শী নেতৃত্ব এবং জাতির প্রতি নিঃস্বার্থ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ইসরোর সেবা করেছেন। ভারতের মহাকাশ কর্মসূচিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তাঁর জন্য আমরা বিশ্বব্যাপী স্বীকৃতিও পেয়েছি।’

Advertisement