চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস। আইএসএল ফুটবলে দ্বিমুকুট পাওয়ার পরেই সবুজ-মেরুন ব্রিগেডের সব ফুটবলাররা দারুণভাবে আত্মবিশ্বাসে ভরপুর। এবারে মোহনবাগানের সামনে সুপার কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। তবে আইএসএল ফুটবলে দ্বিমুকুট জয়ী মোহনবাগানের তারকা ফুটবলাররা অবশ্য সুপার কাপ খেলছেন না। এমনকি সফল কোচ হোসে মোলিনাও এই দলের সঙ্গে যাচ্ছেন না।
ইতিমধ্যেই তিনি দেশে চলে গিয়েছেন। তাই এই প্রতিযোগিতায় মোহনবাগান দলের কোচের দায়িত্ব পালন করছেন বাস্তব রায়। কোচ বাস্তব রায়ের প্রশিক্ষণে মোহনবাগানের তরুণ ফুটবলাররা এই দলে জায়গা পেয়েছেন। বিদেশি ফুটবলারদের সেইভাবে নেওয়া হয়নি। দু-একজন ফুটবলার থাকলেও স্বদেশী ফুটবলারদের উপরেই নির্ভর করছেন কোচ বাস্তব রায়। মোহনবাগান আগামী শনিবার সুপার কাপের প্রথম ম্যাচে অংশ নেবে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে। বৃহস্পতিবার এই প্রতিযোগিতায় অংশ নেয়োর জন্য সবুজ-মেরুন ব্রিগেড উড়ে গেল ভুবনেশ্বরে। এখানে উল্লেখ করা যেতে পারে, মোহনবাগানের প্রতিপক্ষ কেরল ব্লাস্টার্স প্রথম সাক্ষাৎকারে ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। স্বাভাবিকভাবে কেরলের ফুটবলাররা মানসিক দিক দিয়ে বেশ কিছুটা এগিয়ে রয়েছে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করার জন্য।
Advertisement
মোহনবাগানের অধিনায়ক দীপক টাংরি। বৃহস্পতিবার সকালে অনুশীলন শেষে ভুবনেশ্বরে রওনা দিয়েছে দল। দলে একমাত্র বিদেশি ফুটবলার বলতে পর্তুগালের নুনো মেন্দেজ। দীপক টাংরির সবুজ-মেরুন ব্রিগেডে সিনিয়র দল থেকে নেওয়া হয়েছে আবদুল সামাদ, আশিক কুরুনিয়ন ও গ্লেন মার্টিন্সদের। সিনিয়র ও জুনিয়রদের নিয়ে দারুণভাবে দল গঠন করেছে কোচ বাস্তব রায়। কোচ বলেন, খেলোয়াড়দের মধ্যে সমন্বয় তৈরি করাটাই প্রধান লক্ষ্য ছিল। সিনিয়রদের কাছে এটা ওপেন মঞ্চ। আবার সিনিয়র দলে কামব্যাক করার জন্য তাঁদের ভালো খেলতে হবে। কোচ বাস্তব রায় আরও বলেন, প্রতিপক্ষ কেরল দল ধারেভারে অনেকটাই ভালো জায়গায় রয়েছে। স্বাভাবিকভাবে লড়াইটা দারুণ হবে। তাই সতর্ক হয়ে খেলতে হবে আমাদের।
Advertisement
ভুবনেশ্বরে ভালো গরম। তাই খেলোয়াড়দের কাছে এটা চিন্তার বিষয় হতে পারে। এই প্রতিযোগিতায় দীপেন্দু, অভিষেকের মতো তরুণদের ভালো সুযোগ রয়েছে। আগামী দিনে তাঁরা ভারতীয় দলে খেলার সুযোগ তৈরি করে নিতে পারেন। এখানে উল্লেখ করা যেতে পারে, লিওনেল মেসির দেশের ডিফেন্ডার কেভিন সিবিয়েরকে নিয়ে আসার কথা ভাবা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে তিনি মোহনবাগানে খেলবেন বলে জানা গিয়েছে।
Advertisement



